China, India, Trump, ভারতের কথা মেনে একাধিক নিষেধাজ্ঞা তুলল চিন, হিন্দি- চিনি ভাই ভাই সম্পর্কে নয়া মোড় চিন্তায় ফেলবে ট্রাম্পকে

আমাদের ভারত, ১৯ আগস্ট: ডোনাল্ড ট্রাম্পকে চিন্তায় ফেলে ভারত- চীন সম্পর্ক নয়া মোড়ের দিকে এগোতে শুরু করল। আরো মজবুত হলো হিন্দি চিনি‌ সম্পর্ক। সম্পর্ক পুনরুদ্বারের পদক্ষেপ হিসেব ভারতকে চিন জানিয়ে দিল তারা এদেশের থেকে সার, রেয়ার আর্থ ম্যাগনেট, দুষ্প্রাপ্য ধাতু এবং সুরঙ্গ খোঁড়ার মেশিন রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল।

গত মাসে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর চিনা বিদেশ মন্ত্রী ওয়ান ই-র সঙ্গে বৈঠকে এই গুরুত্বপূর্ণ সামগ্রীতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। চিনা বিদেশমন্ত্রী ওয়ান ই বর্তমানে দু’দিনের সফরে নয়া দিল্লিতে রয়েছেন। সোমবার তাদের মধ্যে আলোচনায় আশ্বস্ত করেছেন, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে। জয়শঙ্করকে তিনি জানান, ভারতের আর্জি অনুযায়ী বেজিং নিষেধাজ্ঞা তুলে নিতে পদক্ষেপ শুরু করেছে। সূত্রের খবর, এই তিন অতি গুরুত্বপূর্ণ সামগ্রী জাহাজে উঠতে শুরু করেছে।

এর আগে চিন নিষেধাজ্ঞার বিষয়ে প্রবল আপত্তি জানিয়েছিল। তাতে সমস্যায় পড়েছিল ভারতের অনেক ক্ষেত্র। বিশেষত সার রপ্তানিতে নিষেধাজ্ঞায় রবি শস্যের মরসুমে ডাই অ্যামোনিয়াম ফসফেট- এর সরবরাহে ব্যাপক সমস্যা দেখা দিয়েছিল। এমনকি সুরঙ্গ খোঁড়ার মেশিন আসা বন্ধ করে দেওয়ায় দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পে ব্যাপক প্রভাব পড়েছিল। বিশেষ করে যেসব বিদেশি কোম্পানি সুরঙ্গ খোঁড়ার মেশিন তৈরি করতে চিনা যন্ত্রাংশ ব্যবহার করে।

আরেকটি অতি গুরুত্বপূর্ণ সামগ্রী হলো রেয়ার আর্থ মিনারেলের ফলে অটো ও ইলেকট্রনিক্স ক্ষেত্রে উৎপাদনে ব্যাপক ঘাটতি তৈরি হয়েছিল। চিনা নিষেধাজ্ঞা থাকায় নিরাপত্তা সংক্রান্ত কারণে আপত্তি তোলা দ্বিপাক্ষীক সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল।

কিন্তু সেই বাণিজ্য সম্পর্কে নতুন করে বাতি জ্বলে উঠেছে। মঙ্গলবার চিনা বিদেশ মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন অজিত ডোভাল। কেননা জয়শঙ্করের কথায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েন ও জমি আগ্রাসন নিয়ে মতানৈক্য মেটানোর কোনো আলোচনা হয়নি। দু’দেশের মধ্যে বিশেষ প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়াও চিনা বিদেশমন্ত্রী দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। মোদীর চিন সফরের আগে এই ধরনের সাক্ষাৎ প্রটোকলের মধ্যে পড়ে। আমন্ত্রণকারী দেশ হিসেবে চিনা বিদেশ মন্ত্রী আনুষ্ঠানিকভাবে বেজিং‌ যাওয়ার কথা জানাবেন মোদীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *