আমাদের ভারত, ৩ মার্চ: এতদিন পর্যন্ত শুধুমাত্র গল্পে কিংবা সিনেমাতেই এইসব দৃশ্য কল্পনা করতো মানুষ। কিন্তু সেই কল্পনা এবার সত্যি করতে চলেছে ভারতীয় সেনার জাওয়ানরা। খুব তাড়াতাড়ি তাদের শূন্যে উড়তে দেখা যেতে পারে বলে জানা যাচ্ছে।
ব্রিটিশ সংস্থা গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজের তৈরি জেট প্যাকের প্রদর্শন হয়েছে আগ্রায়। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলি। জানা যাচ্ছে, ভারতীয় সেনা নাকি ৪৮টি জেট প্যাকের বরাত দিয়েছে ঐ সংস্থার কাছে। সংস্থার সিইও রিচার্ড ব্রাউজ নিজে ওই মহাকর্ষ বিরোধী স্যুট পড়ে শূন্যে উড়ে বেরিয়েছেন। ভিডিওতে দেখা গিয়েছে। জলাশয় ও ফাঁকা প্রান্তরের উপরে উড়ছেন তিনি। তার স্যুটের সঙ্গে তিনি জেট ইঞ্জিনকে জুড়ে থাকতে দেখা যাচ্ছে। এর মধ্যে একটি স্যুটের পেছনে বাকি দুটি রয়েছে স্যুটের হাতে।
ইন্টারনেটের ছড়িয়ে পড়েছে ভিডিওগুলি। যা দেখে নেটাগরিকদের বক্তব্য, আশা করি ভবিষ্যতে যে কোনো উদ্ধারে কাজের অভিযানে দুর্গম অঞ্চলে পৌঁছানো আরও সহজ হবে এর ফলে।
কিভাবে কাজ করবে এই জেট প্যাক গ্যাস ও তরল ব্যবহৃত হয় এতে, যার সাহায্যে অনায়াসে শুন্যে ওড়া যায়।
২০২০ সালের মে মাসের পর লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা আগ্রাসন নিয়ে উদ্বিগ্ন ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে এলাকায় নজরদারি পুরোদমে চালাতে এই জেট প্যাক যে বিশেষ কাজ দেবে তা বলাই বাহুল্য।

