আমাদের ভারত, ১৯ এপ্রিল: এতদিন পর্যন্ত সর্দি, কাশি, গলা ব্যাথা, জ্বর, শ্বাসকষ্ট হলে সেগুলোকে করোনার উপসর্গ মনে করা হচ্ছিল। এরপর করোনার আরও একটি উপসর্গ হিসেবে উঠে আসে মুখের স্বাদ সম্পূর্ণ রূপে হারিয়ে ফেলা। কিন্তু এবার এগুলি ছাড়াও করোনির আরোও এক নতুন উপসর্গ দেখা গেছে। ফক্স নিউজের ওয়েবসাইটে প্রকাশিত করোনা এই নতুন উপসর্গ সংক্রান্ত একটি খবর নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে।
ওই প্রতিবেদন অনুযায়ী, স্পেনের একদল চিকিৎসক করোনাভাইরাসের আক্রান্তদের মধ্যে একটি নতুন উপসর্গ দেখতে পেয়েছেন। স্পেনের একটি মেডিকেল কলেজের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নতুন উপসর্গ দেখা দিয়েছে। বেশিরভাগ আক্রান্তের পায়ের তলায় চিকেন পক্সের মত ফোসকা দেখা যাচ্ছে। চিকিৎসকদের অনুমান এটি করোনা ভাইরাসের নতুন উপসর্গ হতে পারে।
তবে ওই বিবৃতিতে আরোও জানানো হয়েছে, এখনই এই উপসর্গ টিকে কনফার্ম ধরে নেওয়া হয়নি। এটি নিয়ে প্রাথমিক পর্যায়ে গবেষণা চালাচ্ছেন স্পেনের চিকিৎসকরা। সত্যিই এটি করোনা ভাইরাস নতুন উপসর্গ কিনা তা নিয়ে গবেষণায় প্রমাণ মিলতে হবে।