আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২২ অক্টোবর:
ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক মহিলাকে বৃহস্পতিবার নতুন শাড়ি উপহার দিলেন হাসপাতালের সুপার অপূর্বলাল সরকার। এদিন বিকেলে হাসপাতালের আরও দুই চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় ও গৌতম মন্ডলকে সাথে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে চিকিৎসাধীন মহিলা রোগীদের হাতে এই পুজো উপহার তুলে দেন। সুপারের সাথে ছিলেন হাসপাতালের নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও।
মাত্র দু’মাস আগে ক্যানিং মহকুমা হাসপাতালে যোগ দিয়েছেন ডাঃ অপূর্বলাল সরকার। হুগলীর চন্ডীতলাতেও যখন তিনি হাসপাতালের দায়িত্বে ছিলেন, তখনও প্রতিবছর পুজোতে সেখানে চিকিৎসাধীন মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছেন। এছাড়া গত বছর সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের দরিদ্র ও দুঃস্থ মায়েদের হাতে দুর্গা পুজোর আগে নতুন শাড়ি তুলে দিয়েছেন। তাঁর এই উদ্যোগে খুশি হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। তিনি বলেন,
“হাসপাতালে বস্ত্রদান করলে সব ধর্মের মানুষই তা পাবেন। কারণ উৎসব সকলের। উৎসবের কোনও ধর্ম হয় না। প্রতিবছরই আমি নিজের উদ্যোগে এই কাজ করে থাকি, তাই এবারও করলাম।”