আসছে নয়া নিয়ম ! এটিএম থেকে ৫ হাজারের বেশি টাকা তুললে গ্রাহককে দিতে হবে বাড়তি চার্জ

আমাদের ভারত, ১৯ অক্টোবর: এটিএএম ব্যবহারের ক্ষেত্রে নিয়মের বারবার বদল হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একাধিকবার এটিএম ব্যবহারকারীদের জন্য নতুন নতুন নিয়ম চালু করছে। এবার জানা যাচ্ছে আগামী দিনে এটিএম থেকে একসাথে ৫ হাজার টাকার বেশি তুললে বাড়তি চার্জ দিতে হবে গ্রাহকদের। জানা গেছে ৫ হাজার টাকার বেশি তুললে প্রতিবার কম করে ২৪ টাকা বাড়তি দিতে হবে গ্রাহকদের।

কিছুদিন আগে,রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম শুল্কের সমীক্ষার জন্য একটি কমিটি গঠন করেছিল। সেই কমেটি সারাদেশে সমীক্ষা চালিয়েছে। জমা পড়েছে সমীক্ষার রিপোর্টও। আর সেই কারণেই এটিএম শুল্ক নিয়মে একাধিক বদল করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

দশ লাখের কম জনবসতিপূর্ণ মফস্বল বা শহরগুলিতে এটিএম এর মাধ্যমে লেনদেন বাড়ানোর দিকে নজর দিতে চাইছে রিজার্ভ ব্যাংক। এখন একজন গ্রাহক প্রতিমাসে এটিএম থেকে পাঁচবার ফ্রি ট্রানজেকশন করতে পারেন। কিন্তু ষষ্ঠবার এটিএম থেকে টাকা তুলতে গেলে তাকে অতিরিক্ত কুড়ি টাকা চার্জ দিতে হয়। কিন্তু রিজার্ভ ব্যাংকের সমীক্ষা বলছে ছোট শহরের বাসিন্দারা এটিএম থেকে একবারে কম টাকা তোলেন। তাই ছোটো ট্রানজাকশন ফ্রী হিসেবে রাখতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দশ লাখের কম জনবসতিপূর্ণ মফস্বল শহরের বাসিন্দারা মাসে ছয়বার বিনামূল্যে এটিএম থেকে টাকা তুলতে পারবেন। অন্যদিকে দেশের বিভিন্ন মেট্রো সিটির বাসিন্দারা মাসে তিনবার বিনামূল্যে এটিএম থেকে টাকা তুলতে পারবেন। চতুর্থবার টাকা তুলতে গেলে অতিরিক্ত চার্জ দিতে হবে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *