অনুব্রত ধরা পড়তেই গরু পাচারের নতুন রুট মেঘালয়: মহঃ সেলিম

জয় লাহা, দুর্গাপুর, ১২ জানুয়ারি: ‘বিজেপি যেখানে যেতে বলে, সেখানেই তৃণমূল যায়। গোয়া যেতে বলেছিল, মমতা ব্যানার্জি গিয়েছিল।ত্রিপুরায় মনিক সরকার মুখ্যমন্ত্রী থাকা কালীন যেতে বলেছিল গিয়েছিল। এখন বিজেপির সরকার তাই যায় না। অনুব্রত ধরা পড়তেই এখন গরু পাচারের নতুন রুট মেঘালয়। সেখানে যাচ্ছে। মেঘালয়ে যাকে তৃণমূল নেতা করেছে, সেইই সেখানের অনুব্রত।” বৃহস্পতিবার দুর্গাপুরে দলীয় কর্মসূচীতে এসে এমনই তোপ দাগলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম। 

প্রসঙ্গত, দুর্গাপুর পুরসভার নির্বাচন শুধু ঘোষনার অপেক্ষা। তার আগে হারানো জমি পুনরুদ্ধারে নেমেছে সিপিএম। বন্ধ কারখানা, শ্রমিক শোষনকে হাতিয়ার করে শহরের বিভন্ন প্রান্তে সভা, মিটিং মিছিল শুরু করেছে। বৃহস্পতিবার দুর্গাপুরে বন্ধ ফার্টিলাইজার কারখানার গেটের সামনে সভা করে সিপিএম। এদিন সভায় প্রধান বক্তা ছিল সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম। এদিন তাঁর বক্তবে আগাগোড়ায় তৃণমূল ও বিজেপিকে একই কাঠগড়ায় দাঁড় করিয়ে কড়া ভাষায় আক্রমন করেন। মুর্শিদাবাদে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে নগদ টাকা উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, “এর আগে জাকির হোসেনের ওপর হামলা হয়েছিল। তার মামলা চাপা পড়ে গেছে। কেউ গ্রেফতার হয়নি। এসবই তোলাবাজির টাকা। বিড়ি শ্রমিকদের মজুরির নামে অজুহাত দিচ্ছে। বিড়ি শ্রমিকদের তালিকা তার কাছে নেই।” তিনি বলেন, “বেআইনি অস্ত্র আর টাকা উদ্ধারে স্বর্গরাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। এরাজ্যে চা শ্রমিকদের মজুরি দেওয়া হচ্ছে না। বিড়ি শ্রমিকদের মজুরি দেওয়া হচ্ছে না। দিদি বলেছিল, ২৫ শতাংশ রেখে ৭৫ শতাংশ পৌঁছাতে। সেটা না পৌঁছানোয় ধরা পড়ছে।”

তিনি আরও বলেন, “বিজেপি যেখানে যেতে বলে, সেখানেই তৃণমূল যায়। গোয়া যেতে বলেছিল, মমতা ব্যানার্জি গিয়েছিল। ত্রিপুরায় মনিক সরকার মুখ্যমন্ত্রী থাকাকালীন যেতে বলেছিল, গিয়েছিল। এখন বিজেপির সরকার তাই আর যায় না। অনুব্রত ধরা পড়তেই এখন গরু পাচারের নতুন রুট মেঘালয়। সেখানে এখন যেতে বলেছে অমিত শাহ, তাই  যাচ্ছে। মেঘালয়ে যাকে তৃণমূল নেতা করেছে, সেইই সেখানের অনুব্রত।” এদিন তিনি তৃণমূলের যুব নেতা অভিষেক ব্যানার্জি ও বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, “অভিষেক, শুভেন্দু, সৌমিত্র, ফিরাহাদ সব এক গোয়ালের। অন্ধকারের জীব। কেউ ঘাস খায় না। চুরির টাকা খায়।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *