গোল্ড মেডেলিস্ট ইঞ্জিনিয়ার, প্রাক্তন আইএএস, দাপুটে কর্পোরেট কর্তা আজ মোদী মন্ত্রিসভার নতুন রেলমন্ত্রী

আমাদের ভারত, ৮ জুলাই: শুধুমাত্র ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণকে পোক্ত করাই নয়, কাজের মূল্যায়ন ভিত্তিতেই এবারের মোদী মন্ত্রিসভা গড়ে উঠেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। নতুন মন্ত্রিসভায় যেমন রয়েছে নতুন মুখ তেমনি বেশকিছু মন্ত্রীর দায়িত্ব বদল হয়েছে। এবারের মন্ত্রিসভায় অন্যতম নতুন মুখ অশ্বিনী বৈষ্ণব। রেল মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দপ্তর তার হাতে তুলে দিয়েছেন মোদী।

রেলের পাশাপাশি তথ্য প্রযুক্তি মন্ত্রকের দায়িত্বও তার হাতে দেওয়া হয়েছে। গোল্ড মেডেল নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, এমটেক করেছেন কানপুর আইআইটি থেকে। এছাড়াও বিদেশে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রী রয়েছে তার। কর্পোরেট জগতের দাপুটে কর্তা ছিলেন। দীর্ঘ ১৫ বছর আইএএস হিসেবে দায়িত্ব সামলেছেন। এরপর সব কিছু ছেড়ে নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেন। আর তখন থেকেই সরাসরি রাজনীতিতে অবতীর্ণ হওয়া। তবে নিজের কর্মজীবনের বরাবরই বিজেপির ঘনিষ্ঠ ছিলেন অশ্বিনী।

যোধপুরের বৈরাগী পরিবারের জন্ম তার। ছোট থেকেই মেধাবী অশ্বিনী ১৯৯১ সালে যোধপুরের এমবিএম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্নাতক হন। ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ গোল্ড মেডেল পান। এরপর আইআইটি কানপুর থেকে এমটেক করেন। তারপরই আইএএস পরীক্ষায় সফল হন। ১৯৯৪ সালে সারা ভারতে ২৭ র্যাঙ্ক করে আইএএস হয়েছিলেন তিনি। বালেশ্বর ও কটকের দায়িত্ব সামলেছেন আইএএস হিসেবে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ডেপুটি সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন।

জিই ট্রান্সপোর্টের ম্যানেজিং ডিরেক্টর এবং সিমেন্সের ভাইস-প্রেসিডেন্ট হিসেবেও কর্পোরেট সেক্টরে দাপিয়ে কাজ করেছেন অশ্বিনী। ২০১২ সালে তিনি নিজস্ব সংস্থা গড়ে তোলেন। তখনি বিজেপিতে সরাসরি চলে আসা। ওড়িশার রাজ্যসভার সাংসদ তিনি। বিজু জনতা দলের সমর্থনে ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হন তিনি। এবার আরও একধাপ এগিয়ে মোদী মন্ত্রিসভায় দু-দুটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব এলো তার কাঁধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *