সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৪ জুলাই: দীর্ঘ পনেরো বছর পর পুলিশ আউটপোষ্ট থেকে পূর্ণাঙ্গ থানায় উন্নীত হল পুরুলিয়ার টামনা থানা। শনিবার বিকেলে নতুন থানাটির উদ্বোধন করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাত। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান সহ জেলার শীর্ষ পুলিশকর্তারা। জেলায় এই নিয়ে মোট থানার সংখ্যা হল ছাব্বিশ। এর মধ্যে দুটি মহিলা থানা রয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই থানা গঠনের কথা আগেই বলেছিলেন। গত ১ জুলাই রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র জেলা সফরে এসে থানা হিসাবে টামনাকে উন্নীত করার সবুজ সংকেত দেন। এই থানার মধ্যে কেন্দা থানা এলাকা থেকে ভান্ডার-পুয়াড়া, চিপিদা, মানাড়া এবং পুরুলিয়া মফস্বল থানা এলাকা থেকে চাকলতোড়, সোনাইজুড়ি ও ডুড়কু গ্ৰাম পঞ্চায়েত এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।