সরকারি হাসপাতালে চাকরি ছাড়লেই ডাক্তারদের দিতে ১ কোটি টাকা জরিমানা, ঘোষণা যোগী সরকারের

আমাদের ভারত, ১২ ডিসেম্বর: পিজি ডিগ্রী পাওয়ার পর কমপক্ষে ১০ বছর সরকারি হাসপাতালে চাকরি করতে হবে। তার আগে যদি কোন চিকিৎসক চাকরি ছাড়েন তাহলে তাকে এক কোটি টাকা জরিমানা দিতে হবে। উত্তরপ্রদেশের ডাক্তারদের জন্য এমনই বড়োসড়ো ঘোষণা করেছে যোগী সরকার। এক কোটি টাকা জরিমানা দিলে চাকরি ছাড়তে কোনো বাধা থাকবে না ডাক্তারদের জানানো হয়েছে স্বাস্থ্য বিভাগের তরফে।

তবে এই ফরমান জারি হওয়াতেই ডাক্তারদের একাংশ ক্ষুব্ধ। তাদের অভিযোগ তাদের ভবিষ্যৎ সিদ্ধান্তে কেন এই সরকারি হস্তক্ষেপ করা হচ্ছে? একই সাথে যোগী প্রশাসনের তরফে জানানো হয়েছে পিজি ডিগ্রিতে ভর্তি হবার পর কেউ মাঝপথে পড়াশোনা ছাড়লে তিন বছর আর সে আবেদন করতে পারবেন না।

পড়াশোনা শেষ হবার পরই যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তারকে সরকারি হাসপাতালে চাকরিতে যোগ দিতে হবে। সরকারি হাসপাতালের ডাক্তারদের অভাব পূরণ করতেই এই কঠোর পদক্ষেপ বলে জানিয়েছে যোগী প্রশাসন। গ্রামীণ হাসপাতাল ১ বছর কাজ করলে NEET- তে একজন এমবিবিএস ডাক্তার ১০ নম্বর দু’বছরে ২০ নম্বর ও ৩ বছর সেবা প্রদান করলে ৩০ পয়েন্ট পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও যোগী প্রশাসনের তরফে জানানো হয়েছে পিজিরর সঙ্গে এবার ডিপ্লোমা কোর্স করার আবেদন করতে পারবেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *