জে মাহাতো, মেদিনীপুর, ২৮ অক্টোবর:
ঐতিহ্য ও আধুনিকতার মেল বন্ধনে অনুষ্ঠিত হলো নিউ নরমাল আই ফেস্ট-২০২০। উৎসবের আবহে সপ্তমীর দিন আই-সােসাইটির উদ্যোগে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির আই ফেস্ট ২০২০ অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত অতিথি ও অন্যান্যদের উপহার হিসেবে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়।
“রিয়েল টাইম” গ্রযুক্তির মতাে সকাল সাড়ে দশটায় উলুধ্বনি সহযােগে প্রদীপ জ্বালিয়ে এবং চারা গাছে জল দিয়ে উৎসবের সূচনা করেন কবি বিপ্লব মাজী, কবি তাপস মাইতি, কবি নিলয় মিত্র, কবি বিদ্যুৎ পাল, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড.অমল কুমার ভূঞ্যা, কবি সিদ্ধার্থ সাঁতরা সহ অন্যান্য অতিথিবৃন্দ। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মঞ্চের স্ক্রিনে কলকাতা থেকে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রখ্যাত কবি প্রভাত চৌধুরী।