Kiosk booth, Digha, পুজোর মরশুমে দিঘায় ট্রাফিক পুলিশের নতুন উদ্যোগ, পর্যটকদের ভিড় সামলাতে চালু হলো দুটি কিয়স্ক বুথ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর:
আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে ভিড় সামলাতে এবং পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ করলো পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিক পুলিশ। শনিবার সৈকত নগরী দিঘায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দুটি নতুন পুলিশ কিয়স্ক বুথের। উদ্বোধন করেন জেলা ট্রাফিক পুলিশের এসপি শ্যামল মণ্ডল।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি বছর পুজোর ছুটিতে দিঘায় কয়েক লক্ষ পর্যটক ভিড় জমান। ফলে শহরের বিভিন্ন এলাকায় যানজটের সমস্যা তৈরি হয়, পাশাপাশি নিরাপত্তার প্রশ্নও সামনে আসে। সেই পরিস্থিতির মোকাবিলা করতেই এই নতুন উদ্যোগ।

এসপি শ্যামল মণ্ডল জানান, দিঘার গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় স্থায়ীভাবে এই কিয়স্ক বুথ বসানো হয়েছে। এর ফলে পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশের সহায়তা পাবেন। শুধু তাই নয়, যান চলাচল নিয়ন্ত্রণে রাখা ও ট্রাফিক সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করতেও এই কিয়স্ক বুথ কার্যকর হবে।

স্থানীয়দের একাংশের দাবি, পর্যটন মরশুমে প্রতিদিন হাজার হাজার মানুষ দিঘায় আসেন। ফলে শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থা গড়ে তোলা জরুরি ছিল। নতুন কিয়স্ক বুথ চালুর ফলে সাধারণ মানুষ আরও নিরাপদ বোধ করবেন।

পুলিশ প্রশাসনের আশা, এই পদক্ষেপ দিঘার পর্যটনকে আরও সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *