Modi, BJP, নয়া ভারত মাথা নত করে না, নাগরিক নিরাপত্তার প্রশ্নে এক পা পিছিয়ে যায় না, উদুপিতে লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে গিয়ে দাবি মোদীর

আমাদের ভারত, ২৮ নভেম্বর: উদুপির শ্রীকৃষ্ণ মঠের লক্ষ কণ্ঠ গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিয়ে নয়া ভারতের শক্তি ও সংকল্পের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমাদের সুদর্শন চক্র যে শত্রুকে ধ্বংস করে দিতে পারে সেটা অপারেশন সিঁদুর দেখিয়ে দিয়েছে। একই সঙ্গে পূর্বতন কংগ্রেস সরকারকে বিঁধে তাঁর অভিযোগ, আগে সন্ত্রাস আনার পর সরকার প্রায় কিছুই করত না। কিন্তু এটা নতুন ভারত, যে ভারত কখনো মাথা নত করেনি। নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে এক পা পিছিয়ে যায় না এই নয়া ভারত, বলে দাবি মোদীর।

উদুপিতে রোড শো সেরে শ্রীকৃষ্ণ মঠে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে লক্ষ কণ্ঠে গীতা পাঠে অংশ নেন। সেখানে এক লক্ষেরও বেশি মানুষ একসঙ্গে শ্রীমৎ ভগবত গীতার শ্লোক পাঠ করেন। স্কুল- কলেজের ছাত্র-ছাত্রী, সন্ন্যাসী, গবেষক, সাধারণ মানুষ সবার অংশগ্রহণের গীতা পাঠের সেই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী।

মঠে সোনালী ছাউনি দেওয়া কনক কাবচ ও সুবর্ণ তীর্থ মন্ডপম উদ্বোধন করেন তিনি। উদুপির এই কনাকনা কেঁন্দি থেকেই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন সন্ত কনক দাস। তাই এই স্থান অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।

মোদীর কথায়, তিন দিন আগে ছিলাম গীতার ভূমি কুরুক্ষেত্রে। আজ কৃষ্ণ ভক্তির এই পূণ্যভূমিতে এসে অপরিসীম তৃপ্তি অনুভব করছি। ১ লক্ষ মানুষের সম্মিলিত গীতা পাঠ দেখে তিনি বলেন, ভারতের হাজার বছরের আধ্যাত্মিক ঐতিহ্যের দেবদ্যূতি হলো।

এদিনের অনুষ্ঠানে আসা একাধিক শিশুদের আঁকা তার প্রতিকৃতি সংগ্রহ করে আনতে নিরাপত্তা কর্মীদের বিশেষ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যা নজর কেড়েছে সবার।

আজ অযোধ্যা প্রসঙ্গে মোদী বলেন, ওখানে ধর্মধ্বজা প্রতিষ্ঠিত হয়েছে। রাম মন্দির আন্দোলনে উদুপির ভূমিকা গোটা দেশ জানে। তিনি স্মরণ করিয়ে দেন, উদুপি এক সময়ে জন-সংঘ ও বিজেপির গুড গভর্নেন্স মডেলের ভিত্তি স্থাপন করেছিল। একই সঙ্গে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ভোকাল ফর লোকালের ডাক দেন তিনি। একই সঙ্গে মোদীর মন্তব্য, গীতার বাণী শুধু ব্যক্তিকে পথ দেখায় না, দেশের নীতি নির্ধারণেও আলোক স্তম্ভের কাজ করে।

অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীর আমলে আগামী ৪-৫ ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসছেন। ভারতের বিদেশ মন্ত্রক এই খবরে সীলমোহর দিয়েছে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করবেন রুশ রাষ্ট্রপতি। সাক্ষাৎ হবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *