রুটিন ভিজিটে নতুন ডিআরএম, ইঙ্গিত হকার উচ্ছেদের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ১৭ আগস্ট: হকারদের উচ্ছেদ হওয়ার আশঙ্কা উস্কে দিলেন নতুন ডিআরএম। লকডাউনে পর থেকেই হকারদের দাবি ছিল, তাদের যেন উচ্ছেদ না করা হয়। পাশাপাশি দাবি করেছিল পুনরায় যাতে ট্রেন চালু করা হয়। নতুবা তারা ও তাদের পরিবার চরম আর্থিক সঙ্কটে পড়বে, তাদের পেটে লাথি পড়বে। সেই নিয়ে তারা মিছিল ও আন্দোলন করেছিলেন। সোমাবার রেলের বর্তমান পরিস্থিতি পরিদর্শনে এসে হকারদের প্রসঙ্গে মুখ খুললেন নতুন ডিআরএম শৈলেন্দর প্রসাদ সিং। এদিন সাংবাদিকদের প্রশ্নে তিনি পরক্ষে হকার উচ্ছেদের ইঙ্গিত দেন। তিনি বলেন, বিষয়টি রাজনৈতিক, তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আমরা চেষ্টা চালাচ্ছি দোকান সরানোর বিষয়ে। ডিআরএমের এমন মন্তব্যে সিঁদুরে মেঘ দেখছেন হকাররা। সেক্ষেত্রে আগামীতে ট্রেন পরিষেবা চালু হলেও হকারদের জীবন জীবিকা নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দিল।

এদিন শিয়ালদহ থেকে বসিরহাট, বসিরহাট থেকে বারাসাত হয়ে বনগাঁ, রানাঘাট, গেদে ভিজিট করে শিয়ালদহে ফেরার কথা নতুন ডিআরএম শৈলেন্দর প্রসাদ সিংয়ের। সোমবার নিজের এলাকায় রুটিন পরিদর্শন করলেন তিনি। এদিন বারাসাতে এসে তিনি বিভিন্ন জায়গা, রেলের হাসপাতাল, নতুন কাজ পরিদর্শন করেন। প্রায় সব বিষয়গুলিই তিনি নতুন এসেছেন এবং দেখবেন বলে এড়িয়ে যান। তিনি এদিন বলেন, শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন জায়গায় রেলের কাজ জোর কদমে হচ্ছে। বারাসাত সাবওয়ে জল জমে থাকা, দেয়াল বেয়ে জল পড়া সহ দুর্দশার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি দেখবেন বলে জানা। এছাড়াও লকডাউনের মধ্যে বিভিন্ন স্টেশনে দুষ্কৃতি দৌরাত্ম্যের বিষয়টিও তিনি দেখবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *