মাছ চাষে নতুন দিশা জামবনির গ্রামে 

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২ সেপ্টেম্বর:
ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের দশটি গ্রামের ৩৩৭ জন গ্রামবাসী সরকারি জলাশয়ে মাছ চাষ করে নতুন জীবিকার দিশা দেখছেন। রাজ্য সরকারের সহযোগিতায় এবং দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের উদ্যোগে জামবনি ব্লকে কিশোরীপুর, বালিবাঁধ, ভাগাবাঁধ, নিশ্চিন্তা, মুড়াকাটি সহ প্রায় দশটি গ্রামের বাসিন্দারা দু’হাজার সতেরো সাল থেকে এই নতুন জীবিকায় যুক্ত হয়েছেন। তারা ওই ব্লকের ১৬০ একর আয়তনের ভোড়বনি এবং ১৪০ একর আয়তনের তেলকড়াই নামে দুটি সরকারি জলাশয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করেন। তিন বছর আগে বর্ষার সময় রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এসে জলাশয় দুটিতে মাছের চারা ছেড়ে মাছ চাষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেই থেকে মাছ চাষ জামবনির দশটি গ্রামের বাসিন্দাদের জীবন-জীবিকার সহায়ক হয়ে উঠেছে।

জঙ্গলমহল মৎস্যজীবী ফোরামের উদ্যোক্তা যতীন্দ্র নাথ মাহাতো জানিয়েছে, প্রতিবছরের মতো এবছরও মাছের চারা ছাড়া হয়েছে এবং পুরনো মাছ তোলা হচ্ছে। এলাকার বাসিন্দাদের মাছ চাষের এই উদ্যোগ ক্রমশ তাদের জীবিকার সহায়ক হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *