আমাদের ভারত, ১৬ অক্টোবর: ট্রাম্পের দাবি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী নাকি নিজে সে আশ্বাস দিয়েছেন তাকে। কিন্তু নয়াদিল্লি সেই দাবি ফুঁ মেরে উড়িয়ে দিল। বিবৃতি দিয়ে জানিয়ে দিল নিজেদের অবস্থান।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো ফোনালাপই হয়নি। স্পষ্ট করে বৃহস্পতিবার সেই কথা জানিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত। প্রধানমন্ত্রী মোদী নাকি তাকে আশ্বাস দিয়েছেন। কিন্তু সেই দাবি একেবারে উড়িয়ে দিল বিদেশ মন্ত্রক।
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ফোনে বা সামনাসামনি কোনো আলোচনাই হয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। গতকাল দুই রাষ্ট্রপ্রধান একে অপরকে ফোন করেননি বলেও উল্লেখ করা হয়েছে।
বিদেশ মন্ত্রকের তরফে আগেই জানানো হয়েছিল, জ্বালানি তেল নিয়ে অস্থির পরিস্থিতিতে ভারতীয় গ্রাহকদের স্বার্থ রক্ষা করাই আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। আমাদের আমদানি নীতি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্য দ্বারাই পরিচালিত হয়। দেশের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখতেই ভারত অগ্রাধিকার দেয় রাশিয়া থেকে তেল কেনার বিষয়টিতে।
রাশিয়া- ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর মস্কোর উপর অ্যামেরিকা এবং ইউরোপের দেশগুলির আর্থিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনার পরিমাণ বাড়ায় ভারত। ০.২ শতাংশ থেকে ভারত তেল আমদানির পরিমাণ এখন ৩৫ শতাংশ। আর এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি, তাই স্পষ্ট হয়েছে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে।

