আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ আগস্ট: বিয়ের মাত্র তিন মাসের মধ্যে নব দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। বাড়ির মধ্যে থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দু’জনকে পাওয়া যায়। মৃতদেহ উদ্ধারের পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার হীরাপুর এলাকায়। পুলিশ সূত্রে জানাগেছে, মৃত অভিনন্দন সাউ (২৩) ও তার স্ত্রী দুর্গা সাউ (২০)।
পরিবার সূত্রে জানাগেছে, গত তিন মাস আগে কাঁথির সাতমাইল বাদলপুর গ্রামের দুর্গাকে নিয়ে পালিয়ে একটি মন্দিরে বিয়ে করে অভিনন্দন। বিয়ের সময় দুই পরিবারের মত ছিল না বলে জানা গিয়েছে। পরে অভিনন্দনের পরিবার এই বিবাহ মেনে নেন। অভিনন্দন পেশায় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করত। লকডাউনের সময় অভিনন্দন বাড়ি ফিরে এসেছে। তারপর থেকে বাড়িতেই ছিল।
গতকাল রাতে বাড়ির সিলিং ফ্যানে একটি শাড়িতে ফাঁস লাগানো অবস্থায় নবদম্পতির ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘটনার খবর দেওয়া হয় রামনগর থানার পুলিশকে। রাতেই রামনগর থানার পুলিশ এসে বাড়ি থেকে নব দম্পত্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে মৃত্যুর কোনও কারণ জানা যায়নি। রামনগর থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

