সাদা-কালো বদলে এবার রঙিন হচ্ছে ভোটার কার্ড, স্মার্ট ইন্ডিয়ার লক্ষ্যে আরও আধুনিক হচ্ছে EPIC

আমাদের ভারত,২৫ নভেম্বর:ডিজিটাল তথা স্মার্ট ভারতের লক্ষ্যে দিকে আরো এক ধাপ এগোল দেশ। এবার ভারতের নির্বাচন কমিশন রঙিন পরিচয় পত্র আনতে চলেছে। যাতে ভোটারের রঙিন ছবি থাকব ও কার্ডটি দেখতে আরোও আধুনিক হতে চলেছে।

ইলেক্টোরাল ফটো আইডেন্টিটি কার্ড বা এপিকে শুধুমাত্র ভোটারের রঙিন ছবি থাকবে তা নয় থাকবে আরো বেশ কিছু নতুন ফিচার আসছে। সারাদেশ জুড়ে এপিকে সঙ্গতি আনতে ভোটার কার্ড পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

ইতিমধ্যে কর্ণাটকে শুরু হয়েছে এর প্রাথমিক কাজ। রাজ্যের যেসব নাগরিক ১৮ বছরে পা দিয়েছেন এবং নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন তারা আগামী ২৫ জানুয়ারির মধ্যে ভোটার কার্ড পেয়ে যাবেন।

প্লাস্টিকের তৈরি এই নতুন এপিকে মাল্টি লেয়ার থাকবে। সঙ্গে থাকবে নির্বাচন কমিশনের হলোগ্রাম এমবোস করা। এছাড়াও প্রত্যেক এপিকে থাকবে আলাদা আলাদা বারকোড হবে।

এরপর এই বার ভোটার কার্ডের বার কোডের সঙ্গে ভোটারের যাবতীয় তথ্য যোগ করার ভাবনা চিন্তা করছে নির্বাচন কমিশন। পরবর্তী সময়ে শুধুমাত্র এই বারকোড রিডারের সাহায্যেই ভোটারের সব তথ্যচলে আসবে হাতের মুঠোয়।

প্রাথমিকভাবে এ কার্ড তৈরি করতে ৩০ টাকা খরচ করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে চেষ্টা চলছে এর থেকেও কম খরচে যাতে কার্ডটি তৈরি করা যায়। রাজ্যের প্রধান নির্বাচন আধিকারিক সঞ্জীব কুমার জানিয়েছেন, যাদের পুরনো সাদাকালো ভোটার কার্ড রয়েছে তারাও চাইলে নতুন কার্ডের জন্য আবেদন করতে পারে। তবে তার জন্য সময় লাগবে কমপক্ষে ১৫ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *