আমাদের ভারত, কলকাতা, ৪ আগস্ট: বর্ষা আসার সঙ্গে সঙ্গে ডেঙ্গি ছড়াতে শুরু করেছে। কলকাতা এবং রাজ্যের কিছু জেলায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে রবিবার গড়িয়াহাট ফ্লাইওভারের নিচে বসবাসরত অসহায় ৩৫টি পরিবারের মধ্যে ৩৫টি মশারি বিতরণ করল নিউ বালিগঞ্জ রোটারি ক্লাব।
উদ্দেশ্য হলো- মশা-বাহিত রোগের বিরুদ্ধে সুরক্ষা দেওয়া। সুমনা, অমলের মতো অভাবী পরিবারের ছোট্ট শরিক থেকে অবিনাশ মণ্ডল, সাবিত্রী গায়েনের মত বয়স্কদের মুখে হাসি ফুটল নিরাপত্তার এই বলয় পেয়ে। সংগঠনের সম্পাদক সঞ্চিতা মুখোপাধ্যায় ও যৌথ সম্পাদক সুতিথি বোসের উদ্যোগে এই আয়োজন।
নিউ বালিগঞ্জ রোটারি ক্লাবের সভাপতি সত্য গোপাল দে এই প্রতিবেদককে বলেন, “সমস্ত সমস্যার সমাধানে সরকারের মুখাপেক্ষী না হয়ে আমরা যদি স্থানীয় স্তরে ও সাংগঠনিক স্তরে মুসকিল আসানের চেষ্টা করি, তাহলে সামগ্রিকভাবে তার একটা ইতিবাচক ফল হতে পারে। আয়োজনে সহযোগিতায় তিনি গড়িয়াহাট থানা এবং ক্লাবের অন্য কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রসঙ্গত, আগের বছরের তুলনায় চলতি মরশুমে যেহেতু দেরিতে বর্ষা এসেছে সেই কারণে ডেঙ্গির বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রশাসনের। যাতে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে না যায় সেই কারণে এবার পুরসভার চেয়ারম্যান এবং মেয়রদের নিয়ে আগামী ৮ আগস্ট বৈঠক ডেকেছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।