উত্তর ২৪ পরগনার খড়দহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এসি বাস পরিষেবা চালু হল সোমবার থেকে

আমাদের ভারত, ব্যারাকপুর, ৯ নভেম্বর :
অফিসযাত্রী ও নিত্যযাত্রীদের কথা চিন্তা করে খড়দহ ও সেক্টর ফাইভের মধ্যে নতুন রুটে এসি বাস পরিষেবা চালু হল । সবুজ পতাকা নেড়ে এই নতুন রুটের বাস পরিষেবার উদ্বোধন করেন দমদম কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়। এছাড়া ভার্চুয়ালি এই বাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলকে শুভেচ্ছা জানান খড়দহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন পরিবহন দফতরের আধিকারিকরা।

এই নতুন রুটের বাসটি প্রতিদিন খড়দহ পৌরসভার সামনে থেকে ছেড়ে এয়ারপোর্ট সেক্টর ফাইভ হয়ে রাজারহাট নিউটাউন বাস ডিপো পর্যন্ত যাবে। খড়দহ থেকে শেষ গন্তব্য পর্যন্ত এই এসি বাসের ভাড়া পঞ্চান্ন টাকা ধার্য করা হয়েছে । সকালে অফিস টাইমে এবং বিকেলে তথ্য প্রযুক্তি সংস্থা ছুটির পর এই সরকারি বাস ব্যবহার করে ফের নিত্যযাত্রীরা একই বাসে খড়দহে ফিরে আসতে পারবেন। বাস উদ্বোধনের পর সাংসদ সৌগত রায় বলেন, “লোকাল ট্রেন চলাচল শুরু হচ্ছে। নিত্যযাত্রীরা কিছুটা সুবিধা পাবেন। তবে এর ফলে করোনা বেড়ে যাবে কিনা জানি না। সেটা পরে বোঝা যাবে। নতুন বাস এই রুটে চালু হওয়ায় খুশি নিত্যযাত্রীরা। সকলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *