দেশে নতুন ৮টা শহর গড়বে মোদী সরকার

আমাদের ভারত, ৫ ফেব্রুয়ারি: ক্রমেই বাড়ছে শহরের চাহিদা। আর সেই চাহিদা পূরণ করতেই দেশের অভ্যন্তরে আরও ৮টি শহর গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার।

কেন্দ্রীয় আবাসন ও শহর উন্নয়ন মন্ত্রক সূত্রের খবর ইতিমধ্যেই এর জন্যটাকা অনুমোদন করে দিয়েছে অর্থ কমিশন। দেশে আটটি নতুন শহর গড়ে তোলার জন্য ৮ হাজার কোটি টাকা অনুমোদন করেছে পঞ্চদশ অর্থ কমিশন। প্রত্যেক শহরের জন্য এক হাজার কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে।

গ্রীনফিল্ড প্রকল্পের আওতায় এই শহর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ভাবনা বাস্তবায়নের জন্য খুব তাড়াতাড়ি রূপরেখা তৈরি হয়ে যাবে । আবাসন মন্ত্রকের সচীব দুর্গা শংকর মিত্র জানান, কি ভাবে এই নতুন শহর গড়ে তোলা হবে সেজন্য একটি সিস্টেম তৈরি করা হবে। সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে। তার জন্য ৬ মাস থেকে ১ বছর সময় লাগতে পারে।

বহু বছর হয়ে গেছে দেশে কোন নতুন শহর গড়ে ওঠেনি। অর্থ কমিশন নতুন শহর তৈরীর জন্য ৮ হাজার কোটি টাকা দিয়েছে। সাধারণত কোন এলাকার মোট জনসংখ্যা যখন ৫ হাজারের উপরে এবং প্রতি বর্গকিলোমিটারে ৪০০ জন করে লোক বাস করে তখন তাকে শহর বলা হয়ে থাকে। এছাড়া কোনো এলাকার মোট পুরুষ জনসংখ্যার ৭৫% যখন কৃষিকাজের বদলে অন্য পেশার সঙ্গে যুক্ত হয় তখন সেটিও শহরের একটি বৈশিষ্ট্য বলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *