জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ জুলাই:
খড়্গপুর শহরে একজন মহিলা সহ সাতজনের নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। খড়্গপুর মহকুমা হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে চারজনের নমুনা সংগ্রহ করেছিল খড়্গপুর মহকুমা হাসপাতাল এবং তিনজনের নমুনা সংগ্রহ করেছিল খড়গপুর রেলের মেইন হাসপাতাল। আক্রান্ত ব্যক্তিরা নয়, ছয়, কুড়ি ও ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
শহরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মহকুমা পুলিশের পক্ষ থেকে সকলকে মাস্ক ব্যাবহার করার এবং করোনা বিধি মেনে চলার আবেদন জানানো হয়েছে। পুরনো এলাকা ছেড়ে নতুন নতুন এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় রেল শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মহাকুমা পুলিশের পক্ষ থেকে নতুন এলাকাগুলি চিহ্নিত করে ব্যারিকেড করা হচ্ছে। আক্রান্ত রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পিপিই কিটস এবং বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু মুখার্জি জানিয়েছেন।