পশ্চিম মেদিনীপুরে নতুন করে ৩২ জন করোনায় আক্রান্ত

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: শনিবার মেদিনীপুর শহরের দু’জন সহ জেলায় মোট বত্রিশ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানাগেছে। শনিবার রাতে প্রকাশিত পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে কিছুদিন আগে ভিন রাজ্য থেকে ফেরা জেলা শহরের অরবিন্দ নগর এলাকার কামারপাড়ার এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে। ৩০ জুলাই তার নমুনা সংগ্রহ করার পর শনিবার রাতে পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এ দিন রাতেই তাকে আয়ুশ হাসপাতলে পাঠানোর পর এলাকা গণ্ডিবদ্ধ করা হয়েছে।

এই যুবকের সঙ্গে আক্রান্ত হয়েছেন ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার। তিনি  শহরের আবাস এলাকার বাসিন্দা। কয়েকদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লে ৩০ জুলাই তার নমুনা পরীক্ষা করা হয়। শনিবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে। চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কুয়াপুর গ্রামের এক মহিলা, ডালিমবাড়ি গ্রামের এক ব্যবসায়ী এবং আনন্দপুর থানার এক পুলিশ কর্মী সহ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ৩২ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা গেছে। আক্রান্তদের মধ্যে সবং, কেশিয়াড়ি, শালবনী, ডেবরা, দাসপুর এবং ঘাটাল এলাকার বাসিন্দারাও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *