আমাদের ভারত, ২৩ মার্চ:নোভেল করোনা ভাইরাস কিংবা কোবিড ১৯ -এর নতুন কয়েকটি উপসর্গ সম্পর্কে জানতে পেরে সাধারণ মানুষকে সচেতন করলেন ব্রিটিশ ইএনটি বিশেষজ্ঞদের সংগঠন। তারা জানিয়েছেন কোন ব্যক্তি হঠাৎ ঘ্রান শক্তি বা স্বাদ গ্রহনের শক্তি লোপ পাওয়া করনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ হতে পারে।
জ্বর এবং সর্দি কাশির মত করোনার সাধারণ লক্ষণ এই সমস্ত রোগীদের শরীরের নাও দেখা যেতে পারে বলে সতর্ক করেছেন তারা। বিশেষত চিন, ইতালি এবং দক্ষিণ কোরিয়ার করোনা আক্রান্ত রোগীর ঘ্রান শক্তি লোপ পাওয়ার ঘটনা ধরা পড়েছে বলে ২১ মার্চ প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে ব্রিটিশ চিকিৎসকদের সংগঠনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।
ওই বিজ্ঞপ্তি অনুসারে জার্মানিতে প্রতি তিনজন করোনা আক্রান্তের মধ্যে দুজনের ঘ্রান শক্তি লোপ পেয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া ৩০ শতাংশ করোনা সংক্রান্ত অন্যতম গুরুত্বপূর্ণ উপসর্গ ও শক্তি হারানোর বিষয়টি উঠে এসেছে। তাই জ্বর বা সর্দি কাশির মতো লক্ষণ না থাকলেও কোনো ব্যক্তির ঘ্রান এবং স্বাদ গ্রহনের শক্তি লোপ পেলে তাকে সেল্ফ কোয়ারান্টিনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
করোনা সংক্রমণ ঠেকাতে এটি অত্যন্ত প্রয়োজন বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতি মুহূর্তে। মৃত্যু মিছিলও অব্যাহত। ইতালিতে করোনায় মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি। ভারতীয়করণ আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬৭ মৃত্যু হয়েছে ৮জনের।