সাথী দাস, পুরুলিয়া, ২৯ জুলাই: পুরুলিয়া জেলার আদ্রা ও পুঞ্চায় সংক্রমণের হার বাড়ছে। বুধবারের জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী বিশেষ করে এই দুটি ব্লক এলাকাতেই সংক্রমণের হার বেশি পাওয়া যায়। ১৪ জনের নতুন করে সংক্রমণের রিপোর্ট এসেছে।
পুরুলিয়া জেলায় কোভিড-১৯-এ সংক্রমণ বেড়ে দাঁড়াল ২১৩। এদিন অবশ্য পুরুলিয়া শহরে নতুন করে কোনো সংক্রমণ হয়নি।
জেলায় নতুন করে কনটেইনমেন্ট জোন ১০টি হওয়ায়, জেলায় মোট কনটেইনমেন্ট জোন বেড়ে হল ৫৫টি। এদিনের জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা ৮২ জন। আজ ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। আজ অবধি জেলায় ১২৬ জন করোনা মুক্ত হয়ে গেছেন এবং এক জন মারা যান। এদিন ৪২০ জনের নতুন করে লালারসের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়।

সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে পুরুলিয়া শহর ও আদ্রায় সোমবার বিকেল চারটা থেকে বৃহস্পতিবার রাত বারোটা পর্যন্ত টানা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। পুলিশ কড়া নজরদারী চালায় আজকেও। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে লকডাউন ভঙ্গকারিদের আটক করে পুলিশ।

