পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১১ মার্চ:
ভারতীয় সংসদ এবং সংসদীয় রীতিনীতি ও গণতন্ত্র সম্পর্কে যুব সমাজের মধ্যে সম্যক জ্ঞান দেওয়ার জন্য, ভারত সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া-মন্ত্রকের অধীন নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের পাঁচ-কাহানিয়া হাই স্কুলে আজ “নেভারহুড ইউথ পার্লামেন্ট” এর আয়োজন করা হয়েছিল।
পরে জেলা যুব আধিকারিক সাথী রায় জানান, স্থানীয় যুব সমাজ তার এলাকার স্থানীয় সমস্যাগুলি যাতে তুলে ধরতে পারে সেই চেষ্টাই করা। এজন্য নকল সংসদের আয়োজন করা হয়েছিল। সেই সঙ্গেই “নতুন ভারত”, “নারীশক্তি” প্রভৃতি বিষয় নিয়েও আলোচনা করা হয়।
এই অনুষ্ঠানে পাঁচকাহানিয়া হাই স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। এছাড়াও গোপীবল্লভপুর ১ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্য রঞ্জন বারিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্য নারায়ণ মিশ্র ছাড়াও স্থানীয় পঞ্চায়েতের আধিকারিকরা উপস্থিত ছিলেন।