সৌরভকে সন্ময়ের খোলা চিঠি, সাড়া নেটনাগরিকদের

আমাদের ভারত, কলকাতা, ৩০ সেপ্টেম্বর: বিজেপি রাজ্য কমিটির সদস্য সন্ময় বন্দ্যোপাধ্যায়ের সৌরভ গাঙ্গুলিকে লেখা খোলা চিঠিতে আলোড়ন তৈরি হয়েছে নেটনাগরিকদের একাংশে। এই চিঠি সামাজিক মাধ্যমে প্রকাশের এক দিনের মধ্যে, শনিবার বেলা সওয়া দশটায় লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা হয়েছে যথাক্রমে ৪ হাজার ৩০০, ৬৬০ ও ৭৪২। মন্তব্যের প্রায় সবই সৌরভের বিপক্ষে।

সন্ময় লিখেছেন, “যে ঔদ্ধত্য দেখিয়ে যে স্টাইলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর খেললেন সেই ঔদ্ধত্য কার সঙ্গে দেখালেন? ভেবে দেখেছেন? ভেবে দেখেছেন কার প্রতি দেখালেন? কার প্রতি অবিচার করলেন ভেবে দেখেছেন? নিজের নামের প্রতি? বাঙালি মননে, চিন্তনে যে লার্জার দ্যান লাইফ পোর্ট্রেট আপনি নিজের ব্যক্তিত্ব দিয়ে গড়ে তুলেছিলেন সেটাই ভাঙলেন না কি? যে অসংখ্য বাঙালি উত্তম কুমারের পর আপনাকে শ্রেষ্ঠ আইকন বলে মনে করেন তাঁদের কাছে নিজেকে কতটা ছোট করলেন? ভেবে দেখেছেন?

কখনো ভেবে দেখেছেন শিল্প তাড়ুয়া, টাটা তাড়ুয়া এক প্রতারক মহিলা অদ্ভুত শঠতায় ব্যক্তিগত ইমেজ গড়তে আপনাকে কী নিপুণ ভাবে ব্যবহার করল? স্পেনের একটি বিফল সফরকে চমকপ্রদ করতে কী সুন্দর আপনাকে ঢাল হিসেবে তিনি ব্যবহার করলেন? আর আপনি কি সুন্দর ব্যবহৃত হলেন দিল্লিকে সবক শেখাতে?

ভুলে গেলেন এই প্রতারক মহিলা শাহরুখ খানকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছিলেন, আপনাকে হাতের সামনে পেয়েও করেননি। নাইট রাইডার্স যখন আপনাকে তাড়ালো তখন এই মহিলা একটি শব্দও উচ্চারণ করেননি। মনে পড়ে এসব? নাকি মনে পড়ে না?

স্পেনে বললেন ৬ মাসের মধ্যে ৬ হাজার লোক নিয়ে শুরু হয়ে যাবে কারখানা। এয়ারপোর্টে নেমেই ৬ মাসটা ১৬ থেকে ২০ মাস হয়ে গেল। কেন? কি কারণে? ওহ্ আপনি তো আবার উত্তর দিতে বাধ্য নন ! আপনি তো আবার স্বাধীন মানুষ!

আপনি বলেছেন, আমি যেখানে ইচ্ছে যাব। স্পেনে গিয়ে শিল্পপতি হওয়ার প্রসঙ্গেই কথাগুলো বলেছেন। বেশ করেছেন বলেছেন। একবার যান তো, একবার একটু কষ্ট করে গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনী মূর্তির পাদদেশে, ৯৫০ দিনের ওপর চাকরি প্রতারিত ছেলে মেয়েগুলো কী অসম্ভব যন্ত্রণা নিয়ে গ্রাম বাংলা থেকে এসে দিনের পর দিন শুকনো মুখে বসে রয়েছে, সেই ছেলে মেয়েগুলোর কাছে। এই ঔদ্ধত্য নিয়ে একবার বলুন তো দেখি তোমাদের কাউকে এখানে বসতে হবে না, আমি আছি তোমাদের পাশে, আমি সৌরভ গাঙ্গুলি, বাঙালির আইকন।

পারবেন যেতে? পারবেন বলতে? সৌরভ? ওহ্ সৌরভ? চুপ কেন? উত্তর দেবে না? একটা ছোট্ট প্রত্যাশার? কোথায় বাধছে? একটা ছোট্ট ইন সুইঙ্গার নিতে পারলে না ? কি রকম ব্যাটসম্যান গো তুমি? স্পেনে গিয়ে শিল্পপতি সাজতে গিয়েছিলে রাজ্যে ফিরে ময়দানে, যেখানে তোমার বড় হওয়া সেই ময়দানে শুকনো মুখের হাজার হাজার ছেলে মেয়ের সামনে দাঁড়াতে পারবে না ? এই তোমার কলজে !

আজ আপনি বলেছেন যতদিন আমি জানব আমি ঠিক কাজ করেছি ততদিন যেখানে ইচ্ছে আমি যাব। যা ইচ্ছে করব।

সৌরভ, শুধু বলবো মনে রাখবেন, আপনার এই ঔদ্ধত্য, লর্ডসের ব্যালকনির ঐশ্বর্যের ঔদ্ধত্য নয়। এক প্রতারকের ধান্দাবাজির ঔদ্ধত্য। নিজেই যেটার জন্ম দিলেন আজ গর্বের চাউনিতে। সযত্নে। পারলে আয়নায় মুখটা দেখবেন। কী কুৎসিত লাগলো নিজেই হয়তো বুঝবেন। নিজেরই চোখেই হয়তো ধরা পড়বে নায়ক থেকে খলনায়ক হওয়ার এই ট্র্যাজিক সমাপতন।

ভালো থাকবেন, সুখে থাকবেন আমার একদম অচেনা, অন্য এক আপনি, সৌরভ।”

9 thoughts on “সৌরভকে সন্ময়ের খোলা চিঠি, সাড়া নেটনাগরিকদের

  1. Prabhatsankar Raychaudhuri says:

    গণতান্ত্রিক দেশে আমি কারুর পাকা ধানে মই না দিয়ে নিজের মতো করে চলি তাতে কে কি বললো আমার কিছু যায় আসে না। তারা নিজের নিয়ে থাকুক না?

  2. Prabhatsankar Raychaudhuri says:

    গণতান্ত্রিক দেশে আমি কারুর পাকা ধানে মই না দিয়ে নিজের মতো করে চলি তাতে কে কি বললো আমার কিছু যায় আসে না। তারা নিজের নিয়ে থাকুক না?

  3. Prabir Kumar Ghosh says:

    শ্রদ্ধেয় sanmoy babu,
    অসাধারণ, দারুণ বলেছেন, আপনার লেখার তুলনা হয় না, আপনাকে অনেক ধন্যবাদ, একদম ঠিক কথা বলেছেন আমি তো আপনার লেখার ভক্ত, আমাদের এইরকম একজন আইকন, সে কি না সাংবাদিক দের সামনে নিজের কৃতকর্মের জন্যে কোনো উত্তর দিতে বা জবাব দিতে চান না, হাঁ ঠিক ই তো সারা জীবন শুধু নিজের ছাড়া R কার কথা ভেবে কি ভালো কাজ করছেন? হাঁ sanmoy বাবু, আপনার লেখাটা যথার্থ ওনার উদ্দেশে, আপনি চালিয়ে যান, আমরা সবাই আছি আপনার সাথে, ধন্যবাদ স্যার

  4. Shivaji Ghosal says:

    দাদাকে যখন BCCI প্রেসিডেণ্ট পদ থেকে অন্যায় ভাবে বাদ দেওয়া হল, আর অযোগ্য জয় শা সেক্রেটারি থেকে গেলেন তখন কি শুভেন্দু বাবুর জয় শা কে ধান্দাবাজ বলার সৎসাহস ছিল। সন্ময় বাবুর কি তখন অতি নাটকীয় এই খোলা চিঠি লেখার জন্য পেন হারিয়ে গিয়েছিল।

  5. Nimai Chandra Mondal says:

    Sourav er barite Amit Shah kheleo tini BJP hoye janni, Ashok Bhattacharya take CPIM e dikshya dite pare ni, Banglar CM o take TMC banate parbe na. Ami Sanmoy er mato nabya bjp der bolbo nije ke diye Sourav er bichar korte jaben na. Spain theke jodi Shalbonite industry ghosona hoy AR ta jodi 6 ba 12 mase hoye jay tate Gandhibadi theke subidhabadi kar ki problem? Sanmoy apni nijeke aynay dekhun ? Sourav icon chhilo, thakbe ebong Shalbonite jokhon chhele meyera chakri pabe sei stature aro barbe. BCCI theke tariye dileo ta komeni, kombe na.

  6. Mukhtar Hossain says:

    সৌরভ আপনারা কতটা চেনেন?আর আপনাদের চেনা টা কতটা সঠিক এতদিন পর্যন্ত, সেটা বুঝতে পারিনা,আমি সব সময় আমার নিজস্ব বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতা বলতে পারি যে সব সেলিব্রিটি commercial kaj করে বিগ name করেছে তারা কোনোদিন অন্তরাত্মা কে জিজ্ঞাসা করে না আমি দেশের হয়ে কিছু করছি না নিজের wealth and fame এর জন্যে কাজ করি।
    আমি example দিতে পারি, যেমন শাহরুখ খান, মুকেশ আম্বানি,amitava Bachchan, sourov ganguli,era সমাজ কে কিছু দেয়নি, নিজের wealth তৈরি করেছে। অথচ দেখুন টাটার chairman রতন টাটা ,Wipro chairman Premji, Sachin Tendulkar, Salman Khan era সমাজের জন্য কাজ করে, political leder de dekhun, leftists leader ra jemon harjit Singh, বিনোয়কৃষ্ণ কঙ্গার,Gita Mukherjee, bishwanath Mukherjee, promod dasgupto, bhuddhadev bhattacharya, charu mujumder, mohadeb Mukherjee, cpiml neta ashim,etc era kemon somajer জন্যে কাজ করেছে।
    সুতরাং আমি বলতে পার সৌরভ গাঙ্গুলি একজন সুবিধাবাদী সেলিব্রিটি।

  7. Ratan Mondal says:

    আপনি ঠিক কথায় বলেছেন সন্ময় স্যার,
    উনি এতদিন ধরে যে সম্মান টা তিলে তিলে গড়ে তুলেছিলেন সেটা এক মুহূর্তের মধ্যে ধুলায় মিশে গেলো
    কি করবেন আর সৌরভ বাবু – ৭০০ কোটি টাকার মালিক হয়ে কিভাবে ২৫০০ কোটির শিল্প করতে এগোলেন?
    জবাব আছে আপনার কাছে???

  8. Anjan Sinha says:

    আপনারা প্রতারক বলতেই পারেন, তবে জানেনকি, দেশে বিজেপি থেকে বড়ো প্রতারক কেও নেই. যদি ধরেওনি উনি সৌরভকে ব্যাবহার করেছেন, তাতে যদি পশ্চিমবঙ্গের বিন্দু মাত্র উন্নতি হয়, তাহলে গাত্রজালার কোনো কারণ দেখি না. বিজেপি ও যথেষ্ট ব্যাবহার করার চেষ্টা করেছে কিন্তু সাফল্য পায়নি, তাইতো সৌরভকে অবশেষে বিসিসিআই এর পদ থেকে সরে যেতে হলো.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *