আমাদের ভারত, কলকাতা, ২৯ ডিসেম্বর: কলকাতায় অরিজিৎ সিংয়ের আসন্ন গানের অনুষ্ঠান নিয়ে বিতর্ক অব্যাহত। হিডকোর তরফে নাকি আয়োজকদের অগ্রিম টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। এবার মেয়র ফিরহাদ হাকিম দাবি করলেন, অনুষ্ঠানের অনুমতির জন্য নাকি আবেদনই করেনি আয়োজক সংস্থা! এই নিয়ে সামাজিক মাধ্যমে মুখর হয়েছেন নেটানাগরিকরা।
প্রোজ্জ্বল পাল লিখেছেন, “রং দে তু মোহে গেরুয়া গাওয়ার শাস্তি দিলেন পিসিমণি।“ সন্দীপ রক্ষিত লিখেছেন, “২০১৬-তে একবার পাকিস্তানের শিল্পীর অনুষ্ঠান অন্য রাজ্যে হতে দেয়নি বলে ডেকে এনে এখানে হয়েছিল। আর সেই নিজের রাজ্যে অরিজিৎ সিং শো করতে পারেন না। লজ্জা।” কৃষ্ণেন্দু প্রামানিক লিখেছেন, “এরা আর কত নিচে নামবে?”
সুমনা ভট্টাচার্য লিখেছেন, “গেরুয়া এফেক্ট—–
অবশ্য টাকা দিয়ে যত মানুষ অরিজিৎ সিং- এর কনসার্ট দেখতে আসতো, তার চেয়ে অনেক কম লোক হয় ডিম্ভাতের অনুষ্ঠানে।
অনুষ্ঠানের আবেদন যদি না করা হয়, তাহলে টাকাটা কি হিডকোকে পিকনিক করার জন্য দেওয়া হয়েছিল, যা হিডকো আয়োজক সংস্থাকে ফেরত দিলো।“
কাবেরি ঘোষ গড়াই লিখেছেন, “তাতে অরিজিতের বয়ে গেছে কিন্তু বাংলার কি হাল সেটা সে ও অনেকে বুঝে ফেললো, যেটা আপনার বোঝার ক্ষমতা নেই!”
রাজীব মল্লিক লিখেছেন, “এদের লজ্জাশরম বলে কিছুই নেই।“ শ্যামল বিশ্বাস লিখেছেন, “রঙ দে তু মোহে গেরুয়া, অরিজিতের এই গানটি মুখ্যমন্ত্রীর পছন্দ নয়। যত করবে চালাকি, পরে বুঝবে জ্বালা কি।“ শান্তনু রায় লিখেছেন, “আর পাড়ার মোচ্ছবগুলোতে আবেদন জমা না পড়লেও অনুমতি পেয়ে যায়।“
প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারি মাসে ইকো পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গায়কের কনসার্ট। কিন্তু এখন সেই অনুষ্ঠান নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শোনা যাচ্ছে, ইকো পার্কে অনুষ্ঠান হচ্ছে না অরিজিতের।