Netaji, Garbeta, গড়বেতায় জাতীয় সঙ্গীত ছাড়াই পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকে সাড়ম্বরে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা।অনুষ্ঠানটিতে পৌরহিত্য করেন গড়বেতা তিন নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ, এলাকার বিশিষ্ট সমাজসেবী রাজীব ঘোষ।

এদিন শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা মেনে দুপুর বারোটায় শুরু করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন কাহিনী কর্মজীবন ও ইতিহাসে তার গুরুত্ব সুন্দরভাবে বুঝিয়ে দেন অনুষ্ঠানটির সভাপতি তথা সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য। তিনি জানান, তিনি নেতাজির আদর্শে অনুপ্রাণিত। নেতাজি সুভাষচন্দ্র বসুর পদাঙ্ক অনুসরণে তিনি প্রশাসনিক কর্মকান্ড পরিচালনা ও নির্বাহ করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁর জীবনের আদর্শ।

এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা বলেন, নেতাজি ছিলেন নির্ভীক ও সাহসী। তাঁর সেই নির্ভীকতা ও সাহসিকতায় ভর করে আমি আমার জীবন অতিবাহিত করি। আমার কর্ম ও রাজনৈতিক জীবন তাঁর পদাঙ্ক মেনেই চলছে ও চলবে।

বিশিষ্ট সমাজসেবী রাজীব ঘোষ জানান, আগামী ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র-ছাত্রীদের নেতাজি সম্পর্কে জানা উচিত। নেতাজির ত্যাগ ও আদর্শ আমার জীবনকে আকর্ষণ করে। তাঁর সেই ত্যাগী মানসিকতাতেই আজ আমিও ত্যাগ করতে তাঁর আদর্শে অনুপ্রাণিত হতে নিজেকে গর্বিত বোধ করি। সবার তাই করা উচিত।

এদিন নির্দেশিকা মেনে অনুষ্ঠানটির শেষে জাতীয় সঙ্গীতের বদলে বাজানো হয় সাইরেন। মাইকে চলতে থাকে কদম কদম বাড়ায়ে যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *