নেতাজির স্বপ্নাদেশ পেয়ে মমতাকে সাবধান করতে গিয়েছিলেন, দাবি নূরের

আমাদের ভারত, ২২ জুলাই: নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্নাদেশ পেয়েই নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুক্রবার সতর্ক করতে গিয়েছিলেন তাঁর কালীঘাটের বাড়ির কাছে গ্রেফতার হওয়া নূর আমিন। অন্তত পুলিশ সূত্রে খবর, জেরায় এমনই চাঞ্চল্যকর দাবি জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর শুক্রবার একুশে জুলাইয়ের তৃণমূলের শহিদ সমাবেশ শুরুর আগে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই গ্রেফতার হন নূর আমিন। পুলিশের দাবি, তাঁর গাড়ি থেকে পরিচয়পত্র এবং আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। নূরের দাবি, বিপদে পড়তে পারেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। স্বপ্নাদেশ অনুযায়ী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন তিনি।

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের আগেই গ্রেফতার হন নূর আমিন। পুলিশ সূত্রে খবর, তিনি নিজেকে মানসিক ভারসাম্যহীন বলেও দাবি করেন। আদৌ নূর আমিন মানসিক ভারসাম্যহীন কিনা, তা জানতে তাঁর চিকিৎসকের সঙ্গে কথা বলতে চান তদন্তকারীরা। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, নূর আমিনের গাড়ির ফ্লোর ম্যাটের নিচ থেকে একটি কুকরিও উদ্ধার করা হয়েছে।

এদিকে, শনিবার নূর আমিনকে আলিপুর আদালতে পেশ করা হয়। তাঁর আইনজীবী শেখ কিসানুরের দাবি, আটক তালিকা অনুযায়ী তাঁর মক্কেলের (নূর আমিন) গাড়ি থেকে কোনও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়নি। শুধুমাত্র বন্দুকের মতো দেখতে একটি বস্তু বাজেয়াপ্ত করা হয়েছে।

নূর আমিনের স্ত্রী পুনমের দাবি, তাঁর স্বামী মানসিক ভারসাম্যহীন। নিয়মিত চিকিৎসা করান। ব্যবসায়িক কাজেই শুক্রবার গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। তবে আচমকা কেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পৌঁছলেন সে কারণ জানেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *