NET নিট বিতর্কের মধ্যে অস্বচ্ছতার কারণে বাতিল হল নেট পরীক্ষা, সিবিআইকে তদন্তের নির্দেশ

আমাদের ভারত, ২০ জুন: নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই বাতিল হল নেট। অস্বচ্ছতার কারণ দেখিয়ে এই পরীক্ষা বাতিল করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। অনিয়মের অভিযোগর তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে।

নিট নিয়ে চরম বিতর্কের মধ্যে ইউজিসি নেট বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ন্যাশনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবার ১৮ জুন ইউজিসি নেট পরীক্ষা নিয়েছিল। নয় লক্ষ’র উপর পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিল কিন্তু বুধবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়ে দিল, এই পরীক্ষা বাতিল করা হয়েছে। ফলে ১৮ জুন পরীক্ষা হয়ে তা উনিশে জুন বাতিল হয়ে গেল।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার ওএমআর শিটে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা ইউজিসি বুধবার ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারে ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট এনালিটিক্স ইউনিটের তরফে জানতে পেরেছিল, ওই পরীক্ষায় কিছু অনিয়ম হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা নষ্ট হয়েছে। এই আশঙ্কা করেই তা বাতিল করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সংক্রান্ত বিষয়টি তদন্ত করার জন্য সিবিআই’কে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে, এই পরীক্ষা বাতিল হয়েছে বলে আর যে পরীক্ষা হবেই না এমনটা নয়।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বলেছে, স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষা নেওয়াই তাদের লক্ষ্য। তাই আগামী কিছুদিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। তবে কবে ফের নতুন পরীক্ষা নেওয়া হবে তা স্পষ্ট নয়। তবে এই সময়ের মধ্যে গোটা ঘটনার তদন্ত করবে সিবিআই।

এর আগে নিট ২০২৪ পরীক্ষার অনিয়ম এবং ফল প্রকাশের অস্বচ্ছতার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পড়ুয়া অভিভাবকরা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা নিট পরীক্ষার নিয়ামক সংস্থা পনের’শ এর বেশি পরীক্ষার্থীকে সময় নষ্ট হওয়ার কারণে গ্রেস মার্কস দিয়েছিল বলে দাবি ওঠে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যাদের গ্রেস মার্কস দেওয়া হয়েছিল তাদের ফের পরীক্ষায় বসতে হবে।

বিষয়টি নিয়ে কংগ্রেসসহ অন্যান্য বিরোধীরা মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কেন এ বিষয়ে কিছু বলছেন না? সেই প্রশ্ন তোলা হয়েছেন। নিট টিস্যুতে যখন আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে বিরোধী শিবির তখন আবার নেট পরীক্ষা বাতিল করা হল। নিট বিতর্কে সুপ্রিম কোর্টও বলেছে যদি নিট ২০২৪ পরীক্ষায় ০.০০১% গাফিলতি থেকে থাকে তাহলে পদক্ষেপ প্রয়োজন। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে স্বীকার করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *