বিদ্যুত বিলের নামে আমজনতার টাকা লুট করা হচ্ছে, বিধানসভায় অভিযোগ কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতোর

আমাদের ভারত, কলকাতা, ১০ ডিসেম্বর: এবার বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়েও সরব বিরোধীরা। সরকারি সিলমোহর ব্যবহার করে বিদ্যুতের বিলের নামে আমজনতার টাকা লুট করা হচ্ছে। রাজ্য বিধানসভা অধিবেশনে এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো।

মঙ্গলবার, বিধানসভা অধিবেশনে দৃষ্টি আকর্ষনী পর্বে নেপাল মাহাতো তিন মাস অন্তর বিদ্যুতের বিল দেওয়ার বিষয় নিয়ে অভিযোগ তুলেছেন। কেন প্রতিমাসে বিদ্যুতের বিল দেওয়া হবে না, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন পুরুলিয়ার এই কংগ্রেস বিধায়ক। বিশেষত শহরতলী এবং গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বন্টন নিগম। তাদের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন নেপাল মাহাতো। তিনি বলেন, “সরকারি সিলমোহর ব্যবহার করে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের টাকা লুট করছে বিদ্যুৎ দপ্তর। তিন মাস অন্তর বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষেত্রে প্রত্যেক পরিবারকে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।”

এদিন তথ্য পরিসংখ্যান তুলে সরকারের বিরুদ্ধে বিদ্যুতের বিল নিয়ে সরব হয়েছেন নেপাল মাহাতো। তথ্য তিনি দেখিয়েছেন পরিবার পিছু অন্ততপক্ষে ২৫০ থেকে ৩০০ টাকা, কোনও কোনও ক্ষেত্রে সর্বাধিক প্রায় সাড়ে সাতশো থেকে আটশো টাকার মতো অতিরিক্ত টাকা দিতে হচ্ছে বিদ্যুতের বিলে। তিন মাস অন্তর না করে প্রতিমাসে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগমে চালু হোক, সেই দাবি তুলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *