সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১৭ এপ্রিল: নবম শ্রেণির ছাত্রীর স্নানের ছবি মোবাইল ক্যামেরায় তুলতে গিয়ে ধরা পড়ল এক প্রতিবেশি যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার নগরথুবা কাহারপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সঞ্জিত কাহার (৩০)।
বৃহস্পতিবার দুপুরে স্নান করছিল বছর চোদ্দোর ওই কিশোরী। অভিযোগ, সেই সময় বাথরুমের উপর থেকে লুকিয়ে মোবাইলে ভিডিও করছিলেন সঞ্জিব নামে ওই যুবক। হঠাৎ করেই সেটা দেখে ফেলে ওই কিশোরী সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে দেয়। তার চিৎকার শুনে পালিয়ে যায় সঞ্জিত। পরে গোটা ঘটনা পরিবারের সদস্যদের জানায় ওই ছাত্রী। এরপর অভিযুক্ত যুবকের বিরুদ্ধে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার পরিবার।
তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার রাতে হাবড়া বদর বাজার এলাকা থেকে অভিযুক্ত সঞ্জিতকে গ্রেফতার করে। তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি তাঁকে শুক্রবার বারাসত আদালতে তোলা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে ওই অভিযুক্তের বিরুদ্ধে।