Bangladeshi, Bhopal, বাংলাদেশের আব্দুল ছদ্মবেশে নেহা সেজে দিব্যি ২৮ বছর কাটিয়ে দিয়েছে ভারতে, গ্রেপ্তার ভোপাল থেকে

আমাদের ভারত, ২০ জুলাই: ২৮ বছর ধরে ছদ্মবেশে ভারতে ছিলেন বাংলাদেশের আব্দুল‌। তাও আবার যেমন তেমন ছদ্মবেশে না, রূপান্তরিত নারী নেহা হয়ে দিব্যি ভারতে বাস করছিলেন। অনুপ্রবেশকারীদের খোঁজে অভিযানে পুলিশের হাতে ধরা পড়ে সে‌।

মধ্যপ্রদেশে আট বছর ছিলেন এই বাংলাদেশি যুবক। অভিযোগ, রূপান্তরিত নারী সেজে বেআইনিভাবে ভারতে ছিলেন ওই বাংলাদেশি যুবক। অনুপ্রবেশকারীদের সন্ধানে গত কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছে মধ্যপ্রদেশ পুলিশ। সেই অভিযানে কয়েক দিন ভোপালের বুদ্ধওয়ারা এলাকা থেকে ধরা পড়েন নেহা নামের এক রূপান্তরিত নারী।

তবে পুলিশের দাবি, তিনি রুপান্তরিত নন। চিকিৎসার মাধ্যমে লিঙ্গ পরিবর্তনও করেননি তিনি। পুরুষ ছিলেন, পুরুষই আছেন। তবে বাংলাদেশ থেকে ভারতে এসে সকলের চোখে ধুলো দেওয়ার জন্য রূপান্তরিত নারী সেজে বসবাস করছিলেন। আদতে আব্দুল নামে ঐ যুবকের কাছ থেকে নকল পরিচয় পত্র সহ বিভিন্ন নথি উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, নেহা নামে আধার কার্ড, ভোটার কার্ড পর্যন্ত তৈরি করে ফেলেছিলেন তিনি।

পুলিশের তদন্তে উঠে এসেছে বছর কুড়ি আগে মুম্বাইয়ে ছিলেন আব্দুল ওরফে নেহা। তারপর বছর আট আগে তিনি যান মধ্যপ্রদেশ। সেখানে তৃতীয় লিঙ্গের মানুষের তৈরি সংগঠনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি।

এক তদন্তকারীর কথায় ওর আসল নাম আব্দুল কালাম। তবে পরিচয় পত্র তৈরি করেছিলেন নেহা কুমারী নামে। বাংলাদেশ থেকে ভারতে এসে প্রায় ৩০ বছর রয়েছেন এই অভিযুক্ত। মাত্র ১০ বছর বয়সে ভারতে অনুপ্রবেশ করে বাংলাদেশের আব্দুল। প্রথমে থাকতেন মুম্বাইয়ে। পরিচয় গোপন রাখতে রূপান্তরিত নারী সেজে থাকাটাই নিরাপদ ভেবেছিলেন তিনি। প্রথমে বৃহন্নলার ছদ্মবেশ। তারপর রূপান্তরিত নারী হিসেবে নকল পরিচয় পত্র তৈরি করা। এই ভাবেই ভারতে থাকা শুরু করে আব্দুল।

পুলিশ জানিয়েছে, সে মাঝে মধ্যে নিজের দেশ বাংলাদেশেও যেত। তবে বেশিদিন থাকতেন না। মনে করা হচ্ছে সেখানে থাকতে থাকতেই নকল পরিচয় পত্র তৈরি করেছিলেন। তার সঙ্গে বড় কোনো দালাল চক্রের যোগ রয়েছে বলেও মনে করা হচ্ছে। সেই চক্র খোঁজার চেষ্টা চলছে। আপাতত সে জেল বন্দি। নেহা ওরফে আব্দুলের গ্রেফতারির বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে মধ্যপ্রদেশের পুলিশ প্রশাসনের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *