আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ এপ্রিল: মেদিনীপুর শহরে স্বাস্থ্য দপ্তরের গড়ে তোলা লেভেল-২ করোনা হাসপাতলে বুধবার যে দু’জনের মৃত্যু হয়েছে তাদের রিপোর্ট নেগেটিভ ছিল বলে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন। তিনি বলেন, মৃত দুজন সহ ওই হাসপাতালে ভর্তি থাকা যে ৯ জনের করোনার রিপোর্ট জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছেছে, সেগুলি সবই ‘নেগেটিভ’।
কিছু উপসর্গ নিয়ে মোহনপুর ব্লকের তরণী দাস (৭৮) এবং গড়বেতা ব্লকের নাজিমুল ভাঙ্গি (২৮) করোনা হাসপাতাল লেভেল টু তে ভর্তি ছিলেন। মঙ্গলবার রাতে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায় এবং বুধবার সকালে তারা মারা যান। দুপুরে তাদের লালারস করোনা টেস্টের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু স্বাস্থ্য দপ্তর জানিয়ে দেয় অন্য সাত জনের সঙ্গে ওই দুজনেরও করোনা রিপোর্ট নেগেটিভ বলে এদিনই সন্ধ্যেয় রিপোর্ট আসে।