পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ মে:
দিঘায় নামলো এনডিআরএফ- এর টিম। মোচা ঝড়ের সর্তকতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। মাইকিং করে সতর্কতামূলক প্রচার করছে এনডিআরএফ- এর টিম।
আগামী ১২ এবং ১৩ তারিখ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনার কথা তুলে সকল পর্যটকদের সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি করছে। মৎস্যজীবীদের এই দুদিন সমুদ্রে যেতে বারণ করছে। এই টিম উপকূলবর্তী গ্রামেও ঘুরবে এবং মাইকিং চালাবে। দিঘাতে এখন পর্যটকের ভিড় রয়েছে। তিনটি গ্রুপের ছত্রিশ জন এনডিআরএফ- এর কমান্ডার নামানো হয়েছে।