NDA, CP Radhakrishnan, দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ, কত ভোটে জিতলেন তিনি?

আমাদের ভারত, ৯ সেপ্টেম্বর: দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন এনডিএ প্রার্থী সিপি রাধা কৃষ্ণন। ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যাশা ছাপিয়ে ভোট পেয়ে জয়ী হয়েছেন এনডিএ প্রার্থী। তিনি ভোট পেলেন ৪৫২টি। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০টি ভোট। ১৫টি ভোট বাতিল হয়েছে বলে খবর।

উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ’র জয় নিয়ে কোনো সংশয় ছিল না, কারণ খাতায় কলমে শাসক জোট এনডিএ’র পক্ষে ছিল ৪২৫টি ভোট। জোট সঙ্গীদের পাশাপাশি অতিরিক্ত ওয়াই এস আর কংগ্রেসের সমর্থন পেয়েছে এনডিএ শিবির। কয়েকজন নির্দল সংসদ এনডিএ’কে সমর্থনের কথা কোথাও ঘোষণা করেছিল। সবমিলিয়ে এনডিএ”র মূল চ্যালেঞ্জ ছিল আগের বারের ব্যবধানের কাছাকাছি যাওয়া। ২০২২ সালে এনডিএ প্রার্থী ধনখড় বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে পরাজিত করেছিলেন। তবে সেই ব্যবধান এবার কমে দাঁড়িয়েছে ১৫২।

এদিনের নির্বাচনে ক্রস ভোটিং হয় কিনা সেদিকে নজর ছিল গোটা দেশের। সকাল ১০টা থেকে বিকাল ৫টা অবধি ভোট হয়েছে। ভোট শেষে বিরোধী শিবিরের তরফে দাবি করা হয়, কোনো ক্রস ভোটিং হয়নি।বিরোধীদের সমর্থন ঘোষণা করা ১০০ শতাংশ সংসদ ভোট দিয়েছেন। বিরোধী প্রার্থীকেই দিয়েছেন। কংগ্রেস নেতা জয় রাম রামের দাবি, সংসদের ইতিহাসে এটা নজিরবিহীন। কিন্তু বিরোধী শিবিরের ৩১৫ জন সাংসদ ভোট দিয়েছেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রত্যাশার তুলনায় কম ভোট পেল ইন্ডিয়া জোট। আবার এনডিএ শিবির খানিকটা হলেও বেশি ভোট পেয়েছে। ফলে ক্রস ভোটিং এর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

যেমন এক আপ সংসদ আগেই জানিয়েছিলেন, তিনি বিজেপির পক্ষে, ফলে তিনি যে এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছে। আর পদ্ধতিগত ভুলের জন্য পনেরটি ভোট বাতিল হয়েছে। এখন এই ১৫টি ভোট কার সেটা জানা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *