নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: দুদফায় রাজ্যের পুরভোট সম্পন্ন করতে চায় নবান্ন। প্রথম দফায় কলকাতা এবং হাওড়া পুরসভার ভোট করতে চায় রাজ্য সরকার। ১২ এপ্রিল এই দুই পুরসভায় ভোট করতে চাইছে রাজ্য। আর অন্যদিকে বাদবাকি পুরসভা গুলির ভোট আগামী ২৬ কিংবা ২৭ এপ্রিল করতে চাইছে সরকার বলে নবান্ন সূত্রে খবর।
প্রসঙ্গত, রাজ্য সরকারের এই মনোভাব রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে নবান্ন। এছাড়াও রাজ্যের পুরনির্বাচন ব্যালোটে হতে পাবে বলে কমিশন সূত্রের খবর। রাজ্যের পুরনির্বাচনের জন্য কমিশন দফতরে শুরু হয়েছে জোড় প্রস্তুতি। রাজ্যের মনোভাব জানবার পরেই মার্চের প্রথম সপ্তাহে পুরোভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন। তবে রাজ্যের পুরভোট কবে হবে তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কোনও কর্তাই প্রকাশ্যে কিছু বলছেন না। কমিশনের পদস্থ কর্তারা শুধুই বলছেন পুরভোটের প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যর সঙ্গে আলোচনা করেই সময়ে ভোট করাতে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন। তবে পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্য নির্বাচন কমিশন কোন চিঠি পাঠায়নি বলেই খবর।