কচিকাঁচাদের নিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়েন্তী নদীতে শুরু হল আলিপুরদুয়ার নেচার ক্লাবের প্রকৃতিপাঠ শিবির

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ২৬ ডিসেম্বর: প্রতিবছর উত্তরবঙ্গ সহ আলিপুরদুয়ারের বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন বার্ষিক প্রকৃতিপাঠ শিবির বক্সার জঙ্গলের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত করে। কিন্তু এবছর কোভিড পরিস্থিতিতে আলিপুরদুয়ারের প্রায় সবকটি সংস্থাই আর প্রকৃতি পর্যবেক্ষণ ক্যাম্পগুলি করছে না। তবে প্রথা ভাঙতে চায়নি জেলার অন্যতম প্রাচীন আলিপুরদুয়ার নেচার ক্লাব।রাজ্য বনদপ্তরের সহযোগিতায় নিজেদের ৩৯তম সংরক্ষণ ও প্রকৃতি পর্যবেক্ষণ শিবির এবারও তারা শুরু করেছে জয়েন্তীতে।বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভেতর জয়েন্তীতে হাওদা নালার কাছেই শনিবার থেকে ৫ দিনের শিবির শুরু হয়েছে।আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা মিলিয়ে ২০জন ১২-১৮ বছরের কম বয়সী ছেলে-মেয়ে শিবিরে অংশ নিয়েছে।

উল্লেখ্য, অল্প বয়সে প্রকৃতিকে সবচেয়ে কাছ থেকে চেনার সহজ উপায় হিসেবে উঠে এসেছে প্রকৃতি পাঠ শিবিরগুলি। টানা চার দশক আলিপুরদুয়ার নেচার ক্লাব নির্দিষ্ট প্রথা মেনে প্রতিবছরের নির্দিষ্ট দিন ২৬ ডিসেম্বর থেকেই ক্যাম্প শুরু করে। নেচার ক্লাবের সভাপতি অমল দত্ত বলেন, কোভিড পরিস্থিতিতে টানা ১১ মাস বাচ্চারা বাড়িতে। প্রায় বন্দি জীবন। এখানে করোনা ভাইরাস নেই।পাহাড়, নদী, জঙ্গল রয়েছে। এবার বাচ্চাদের সংখ্যা কম। তবে যারা এসেছে তাদের চারদিন বাবা-মাকে ছাড়াই জঙ্গলে থাকতে হবে। রকক্লাইম্বিং, রিপেলিং, পাহাড়ি নদী পারাপার, উদ্ভিদ চেনানো, মাটি পাথর ভৌগোলিক বিষয় সম্পর্কে জানানো হবে অংশ গ্রহণকারীদের। পাশাপাশি পাখি, প্রজাপতি সহ বিভিন্ন বন্যপ্রাণী সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হবে। এছাড়াও বন ও বন্যপ্রাণী বিষয় নিয়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ সংরক্ষণ সম্পর্কে তাদের শেখানো হবে।নেচার ক্লাবের ক্যাম্পে এবারও বিভিন্ন বিষয় নিয়ে বিশেষজ্ঞ একাধিক ব্যক্তি উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *