আমাদের ভারত, কলকাতা, ১৬ জানুয়ারি: উত্তর কলকাতা পরিবেশ ও বাস্তুতন্ত্র ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আয়োজিত প্রকৃতি মেলা খুবই সাড়ম্বরে পালিত হচ্ছে। সরকার বাগান ফ্রেন্ড সার্কেল এই প্রকৃতি ও বিজ্ঞান মেলার আয়োজন করেছে। উত্তর কলকাতার এই মেলার মাধ্যমে প্রচুর সাধারণ মানুষের কাছে পরিবেশ রক্ষার বিভিন্ন দিক নিয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে পরিবেশ সচেতনতা জাগিয়ে তোলার একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. শান্তনু সেন, ড. স্বাতী নন্দী চক্রবর্তী, সৌমেন্দ্র রায়চৌধুরী ঘোষ।
আলোচনার পাশাপাশি মেলার আয়োজন করা হয়েছিল, যার মধ্যে পরিবেশবান্ধব জিনিসের ওপর ছবি ও হাতের কাজের প্রদর্শনী থেকে শুরু করে সুন্দর ফুলের গাছের প্রদর্শনী রয়েছে। এমনকি পাখির প্রদর্শনী ও বাংলার ঐতিহ্যময় বিভিন্ন খাবারের স্টল দেওয়া হয়েছে। সেই খাদ্য মেলায় পুলিপিঠে থেকে শুরু করে ফুচকা কোনও কিছুই বাদ যায়নি এমনকি চায়ের স্টল দেখা যায়। এই মেলায় শুধু উত্তর কলকাতা নয় দক্ষিণ কলকাতা থেকে এমনকি মফস্বল থেকেও মানুষ এসে উপভোগ করছেন।