আমাদের ভারত, ২০ জানুয়ারি: “সোমবারের সংহতি মিছিলে জালি হিন্দু আর পাকিস্তানপন্থী মুসলমান যাবে।” শনিবার সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, “রাষ্ট্রবাদী মুসলমানরা যাবে না। হিন্দুরা ধূপ জ্বালাবে। আর জালি হিন্দু মমতা মিছিল করার আগে আসল হিন্দু শুভেন্দু অধিকারী কলকাতার রামমন্দিরে হাজার হাজার লোকের সঙ্গে দীপ জ্বালাবে। হাইকোর্ট থেকে অনুমতি দিয়েছে। যারা আসল হিন্দু আমার সঙ্গে থাকবে। আর যারা জালি হিন্দু দুপুরে মমতার সঙ্গে থাকবে। ও পার্ক সার্কাসে যাচ্ছে নমাজ পড়াতে।”
প্রসঙ্গত, সোমবার উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হলেও সারা দেশজুড়ে দিনটি উদযাপনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য ওই দিনকেই বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণা অনুযায়ী, ২২ জানুয়ারি কলকাতা ও প্রত্যেকটি জেলায় ব্লকে ব্লকে মিছিল করে সংহতির বার্তা দেওয়া হবে।

