আমাদের ভারত, মালদা, ৭ অক্টোবর: স্কুল ছাত্রীকে গণ ধর্ষণের পর এক মাস কেটে গেলেও মূল অভিযুক্ত এখনও অধরা। ফলে আতঙ্কে রয়েছে পরিবার। তাই বাধ্য হয়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মালদার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছিল মালদার রতুয়া এলাকায়। এদিন পথ অবরোধ করে মালদা থানার নারায়ণপুর এলাকায় জমায়েত হয়ে জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। তাদের দাবি, অবিলম্বে মূল অভিযুক্ত রহিম শেখকে গ্রেফতার করতে হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ১০ সেপ্টেম্বর মালদার রতুয়া থানার মাকাইয়া গ্রামের এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে ধর্ষণের অভিযোগ ওঠে তিন ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তরা শাসকদলের ঘনিষ্ঠ হওয়ায় তাদের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। এরপর দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু এখনো মূল অভিযুক্ত অধরা। এদিন বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশ গিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
অবরোধকারী জহর ঘোষ বলেন, পুলিশ সময় চেয়েছে আমরা সময় দিয়েছি। এরপরও যদি মূক অভিযুক্ত গ্রেপ্তার না হয় তাহলে বৃহত্তর আন্দোলন হবে মালদা জেলাজুড়ে।

