আমাদের ভারত পূর্ব মেদিনীপুর, ২৬ মে: ঘূর্ণিঝড়ের পর থেকে এলাকায় বিদ্যুৎ না থাকায় বিদ্যুতের দাবিতে ৪২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল তমলুকের কাকগেছিয়া সহ কয়েকটি গ্রামের মানুষজন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
ঘূর্ণিঝড় আমফনের পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। এখনও বহু জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। বিদ্যুৎ নেই ফলে খাওয়ার জল পাচ্ছেন না বহু মানুষ। আজ বিদ্যুতের দাবিতে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার
কাকগেছিয়াতে ৪১ নম্বর (হলদিয়া-মেছেদা) জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় তিনটি গ্রামের মানুষ।

তাদের দাবি, কাকগেছিয়া সংলগ্ন কয়েকটি গ্রামে আজ কয়েকদিন ধরে বিদ্যুৎ পরিষেবা নেই। একাধিক জায়গায় গাছ পড়ে থাকলেও গ্রামবাসীরা নিজেরা তা সরিয়ে দিয়েছে। কিন্তু তা সত্বেও বিদ্যুৎ দপ্তরের লোকেরা লাইন সারাননি। এলাকার মানুষ খাওয়ার জলের জন্য সাব মারসিবেলের ওপর নির্ভরশীল। তাই বিদ্যুৎ না থাকায় খাওয়ার জল পাচ্ছেন না এলাকার মানুষ। তাই আজ গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। পরে তমলুক থানার পুলিশ বাহিনী গিয়ে আশ্বস্ত করলে অবরোধ ওঠে।

