স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ ফেব্রুয়ারি: ভোটদানে বাধা দেওয়ায় অগ্নিগর্ভ হয়ে উঠল উত্তর দিনাজপুরের ডালখোলা পৌরসভার ১ নং ওয়ার্ড। দক্ষিণ মহম্মদপুরের বাসিন্দাদের ভোট দিতে বাধা দেওয়ায় প্রতিবাদ করেন কংগ্রেস কর্মী সমর্থকরা৷ এমনকি বুথ দখল করে দেদার ছাপ্পা ভোটের প্রতিবাদ করায় ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করেন তারা।

অবরোধকারীদের সরাতে গেলে শুরু হয় সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি৷ পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের হঠাতে লাঠি চার্জ করে পুলিশ। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। একটি মোটর বাইকে আগুন লাগানোর পাশাপাশি তৃণমূলের ক্যাম্প অফিস গুঁড়িয়ে দেয় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ।

বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূলের নেতা কর্মীরা বুথ দখল করে দেদার ছাপ্পা ভোট দিচ্ছিল। ফলে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। ভোট কেন দিতে দেওয়া হবে না তার প্রতিবাদ করায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের ওপর চড়াও হয়৷ মারধর করা হয়। এমনকি পুলিশ আমাদের ওপর বিনা প্ররোচনায় লাঠি চালায়। এতেই পরিস্থিতি অগ্নিগর্ভ আকার নেয়।

