জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৫ সেপ্টেম্বর:
রাজ্যসভায় কৃষি বিল পাসের বিরোধিতায় আজ শুক্রবার ২৫ সেপ্টেম্বর দেশ জুড়ে বিজেপি সরকারের নিন্দায় সরব হয়েছে বিভিন্ন কৃষক সংগঠন। কেন্দ্রীয় সরকারের কৃষি বিলকে কৃষক স্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে শুক্রবার অবরোধ-বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছিল সিপিএমের কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিষান সভা (এআইকেএস)।
এদিন সকাল থেকেই ঝাড়গ্রাম জেলার লোধাসুলি এবং পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের চৌরঙ্গীতে কলকাতা মুম্বাই ছ’নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এআইকেএস সহ অন্যান্য বামপন্থী কৃষক সংগঠনগুলি। খড়গপুর, মেদিনীপুর, ডেবরা, ঝাড়গ্রাম, মানিকপাড়া ইত্যাদি এলাকা থেকে বামপন্থী কর্মীরা বাইক মিছিল করে জাতীয় সড়কে পৌঁছান এবং সড়ক অবরোধ করে কৃষি বিল বাতিলের দাবি জানাতে থাকেন। এর ফলে জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।