তমলুকে বিজেপির সহযোগী সংস্থা ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস- এর জেলা অফিস উদ্বোধন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর ১৫ আগস্ট: তমলুকের দু নম্বর ওয়ার্ডে বিজেপির সহযোগী সংস্থা ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস -এর তমলুক সাংগঠনিক জেলার জেলা অফিস উদ্বোধন হল। উদ্বোধন করলেন সংগঠনের রাজ্য সভাপতি অমিয় সরকার। অমিয় সরকার জানালেন, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার অনুমোদিত ১২টি ট্রেড ইউনিয়নের মধ্যে একটি হল এই ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস। শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে সোচ্চার হবে এই সংগঠন। ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ তমলুক জেলা সদরে জেলা অফিস উদ্বোধনের মাধ্যমে সংগঠন আরো মজবুত হল বলে অভিমত সংগঠকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *