পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: জাতীয় পতাকা সংরক্ষণ কর্মসূচি করলো পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বড়মহনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা।
গতকাল ছিল ১৫ আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবস। এই দিন বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে এই দিনটিকে পালন করেছে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে এলাকার ক্লাব ও কমিটিগুলি। এই স্বাধীনতা দিবস পালনের পর যত্রতত্র পড়ে থাকতে দেখা যায় জাতীয় পতাকা। জাতীয় পতাকা হলো কোনো দেশের জাতীয় সম্মাননার প্রতীক, বা সেই দেশের জাতীয় প্রতীক বলা চলে। ফলে জাতীয় পতাকার অবমাননা বা অযত্ন দেশ তথা জাতির অবমাননা করার সমান। তাই আজ অর্থাৎ ১৬ আগস্ট “জাতীয় পতাকা সংরক্ষণ কর্মসূচির” মাধ্যমে যত্রতত্র পড়ে থাকা জাতীয় পতাকাগুলিকে তুলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলো পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বড়মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা।

বুধবার এই কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করা একটি র্যালির মাধ্যমে একটি সচেতনতামূলক প্রচার কর্মসূচি করেন। এই সচেতনতামূলক র্যালিটি শুধুমাত্র বিদ্যালয় প্রাঙ্গণ নয়, বিদ্যালয়ের আশেপাশের সমস্ত এলাকা পরিক্রমা করে। এই প্রচার কর্মসূচির সময় এলাকায় যত্রতত্র পড়ে থাকা জাতীয় পতাকাগুলি তুলে নির্দিষ্ট একটি প্লাস্টিকের বালতিতে তুলে সংরক্ষণ করলো বিদ্যালয়ের পড়ুয়ার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মোদক বলেন,”আমরা আজ “জাতীয় পতাকা সংরক্ষণ কর্মসূচির” মাধ্যমে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সেইসঙ্গে এলাকাবাসীদের মধ্যে জাতীয় পতাকা সম্বন্ধে সচেতনতা বোধ গড়ে তোলার চেষ্টা করলাম, সেইসঙ্গে এলাকায় যত্রতত্র পড়ে থাকা জাতীয় পতাকা গুলি তুলে প্রয়োজনীয় সংরক্ষণ কর্মসূচি করলাম।”

