আমাদের ভারত, ১১ ডিসেম্বর: জাতীয় শিক্ষা নীতি ২০২০ শিশুদের উদ্ভাবনী উদ্যোগ এবং সম্পদের সাহায্যে মাতৃভাষায় শিক্ষাদানে উৎসাহিত করে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এই মন্তব্য করেন।
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সামাজিক মাধ্যম এক্স বার্তায় এ সংক্রান্ত যে বক্তব্য পেশ করেছেন, তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সুশিক্ষা, সৃজনশীল ব্যবস্থাপনা এবং নিজের সংস্কৃতির শিকড়কে রক্ষা করার ক্ষেত্রে শিশুদের মাতৃভাষায় শিক্ষাদানের গুরুত্বের কথা তুলে ধরেছেন। কিভাবে জাতীয় শিক্ষা নীতি ২০২০ উদ্ভাবনী উদ্যোগ এবং সম্পদের সাহায্যে এই শিক্ষাদানকে উৎসাহিত করে সে বিষয়ে তিনি বিস্তারিত লিখেছেন। সুযোগ পেলে লেখাটি পড়বেন”।
এদিন প্রেস ইনফরমেশন ব্যুরো এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।