সাথী দাস, পুরুলিয়া: রুশ ইউক্রেন লড়াই না থামলে বিশ্ব যুদ্ধ বেঁধে যাবে। এই আশঙ্কা থেকেই বিশ্ব শান্তির লক্ষ্য নিয়ে সাইকেল ভ্রমণ করছেন রাজস্থানের বাড়েমের এলাকার যুবক নরপত সিং।
২০১৯ সালের ২৭ জানুয়ারি সাইকেল নিয়ে ভারত ভ্রমণের যাত্রা শুরু করেন ৩৪ বৎসরের যুবক নরপত সিং। তিন বৎসরে ২৭টি রাজ্য অতিক্রম করেন তিনি। সাইকেলে ভ্রমন করে মানুষের কাছে বিশ্ব উষ্মায়ন থেকে বাঁচতে জল সঞ্চয়, বৃক্ষরোপণ ও প্লাস্টিক বর্জন করার বার্তা দিয়ে দিয়ে আসছিলেন। ইতিমধ্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সব চর্চার শীর্ষে রয়েছে। প্রভাব পড়েছে সাইক্লিস্ট নরপিতের মনেও। তাই যুদ্ধ থামিয়ে বিশ্ব শান্তির আর্জি দুই রাষ্ট্রের কাছে পৌঁছে দিচ্ছেন তিনি। শুক্রবার বিকেলে পুরুলিয়ায় পৌঁছান নরপত সিং। পুরুলিয়া টাউন থানায় তাঁর আগমন বার্তা দিয়ে রাত্রি কাটিয়ে যাপন করে শহরের একটি হোটেলে। সেখানে পুরুলিয়া মাড়োয়ারি পঞ্চায়েতের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়।
শনিবার দিন তাঁর গন্তব্য স্থল টাটার উদ্দেশ্যে যাত্রা। সেখান থেকে রাঁচি হয়ে বিহারের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। লক্ষ্য সার্বিকভাবে বিশ্ব উষ্ণায়ন বন্ধ করা।