আশিস মণ্ডল, বীরভূম, ২৯ অক্টোবর: বাম-কংগ্রেস, মোদী–মমতার সেটিং তত্ত্ব নিয়ে বহুদিন ধরেই রাজপথে গলা ফাটাচ্ছে বহু মানুষ। তাদের দাবি যে অমূলক নয় তার প্রমাণ মিলল দুবরাজপুরে। একই বাড়িতে দিব্যি বসবাস করে চলেছেন মোদী-মমতা। তাদের মধুর সম্পর্ক। নেই কোনো তিক্ততা। তবে দুবরাজপুরের মোদী – মমতার সঙ্গে কেউ প্রধানমন্ত্রী – মুখ্যমন্ত্রীর মিল খুঁজবেন না।
না উনারা কেউই প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী নন। দু’জনেই বীরভূমের দুবরাজপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিন্তু তাদের পরিচয় প্রকাশ্যে আসতেই মানুষের মধ্যে কৌতূহল বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামের সঙ্গে মিল দেখে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকে। এই নরেন্দ্র মোদী হলেন দুবরাজপুরের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। জন্ম দুবরাজপুরেই। তবে রাজস্থানের গোড্ডা এলাকায় পূর্বপুরুষদের আদি নিবাস। বর্তমানে পাকাপাকিভাবেই দুবরাজপুরে বসবাস মোদী পরিবারের। তার দিদির নাম আবার মমতা। তবে পদবি আগরওয়াল। কিন্তু তাতে কি যায় আসে। উৎসুক মানুষ এখন মোদী – মমতার চর্চায় মশগুল দুবরাজপুরে।
নরেন্দ্র মোদী বলেন, “আমার নাম নরেন্দ্র মোদী। এলাকার সকলেই আমাকে মুন্না নামে চেনে। ভোটার তালিকায় নরেন্দ্র মোদী নাম দেখে সকলেই চমকে উঠেছে। চিকিৎসা করাতে গেলে ডাক্তারবাবুরাও দ্বিতীয়বার মুখের দিকে তাকিয়ে মুচকি হাঁসেন। অনেকে রসিকতা করতেও ছাড়েন না। বন্ধু সার্কেলে অনেকেই প্রধানমন্ত্রী বলে রসিকতা করেন। আমার নামের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেছে বর্তমান প্রধানমন্ত্রীর নাম। তবে এনিয়ে আমি ভাবিত নই। ইতিমধ্যে আমি ৬বার ভোট দিয়েছি। তখন এত কথা ওঠেনি। সেই সময়ও আমার নাম ছিল নরেন্দ্র মোদী। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার কারণে আমার নাম নিয়ে রসিকতা হচ্ছে। তিনি জানান, তাঁর ৩ দিদির মধ্যে বড় দিদির নাম মমতা আগরওয়াল। বর্তমানে দিদি বিবাহ সূত্রে কলকাতায় থাকেন। এখন কেউ কেউ আমাদের বলছেন, একই বাড়িতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। এরকমই সেটিং চলছে দেশজুড়ে।
এনিয়ে দুবরাজপুর বিধানসভার বিজেপি দলের অবজারভার সত্যপ্রকাশ তেওয়ারি বলেন, “মুন্নাকে আমরা নরেন নামে জানতাম। আজকে জানলাম ওর নাম নরেন্দ্র মোদী। আর ওর দিদির নাম মমতা। ভাই বোনের সম্পর্ক খুবই ভালো। বর্তমান কেন্দ্র এবং রাজ্যের মত তিক্ততার সম্পর্কে নয়। দিদির বিয়ে হয়েছে কলকাতায়। নরেন্দ্র অর্থাৎ মুন্না খুবই সহজ সরল ছেলে। এক কথায় ভালো ছেলে”।
দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য্য বলেন, “আমাদের দুবরাজপুরের নরেন্দ্র মোদী খুব সহজ-সরল ছেলে। কাকতালীয়ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামের সঙ্গে মিল পাওয়া গেছে। ওর দিদির নামের সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নামের সঙ্গে মিল আছে। সবটাই কাকতালীয় ব্যাপার। আর এই নাম নিয়ে রসিকতা উপভোগ করছে এলাকার মানুষ। এখানে রাজনীতির কিছু নেই।

