Armed Forces, Modi, সশস্ত্র বাহিনী পতাকা দিবসে বার্তা নরেন্দ্র মোদীর

আমাদের ভারত, ৭ ডিসেম্বর: “সশস্ত্র বাহিনী পতাকা দিবসে, আমরা সেই সাহসী পুরুষ ও মহিলাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা অটল সাহসের সাথে আমাদের জাতিকে রক্ষা করেন।” রবিবার এক্সবার্তায় এ কথা লেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি লিখেছেন, “তাঁদের শৃঙ্খলা, সংকল্প এবং চেতনা আমাদের জনগণকে রক্ষা করে এবং আমাদের জাতিকে শক্তিশালী করে। তাঁদের অঙ্গীকার আমাদের জাতির প্রতি কর্তব্য, শৃঙ্খলা এবং নিষ্ঠার এক শক্তিশালী উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে। আসুন আমরা সশস্ত্র বাহিনী পতাকা দিবস তহবিলেও অবদান রাখি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *